Bengal Covid Daily Update: করোনা আবহেই গঙ্গাসাগরে মেলা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুরু হয়েছে মেলা। সাগরজুড়ে এখন ক্রমেই পূণ্যার্থীদের ভিড় বাড়ছে। কোভিডবিধি ঠিক মতো মানা হচ্ছে কিনা তা দেখতে মেলা প্রাঙ্গনে পৌঁছে গিয়েছেন হাইকোর্ট গঠিত কমিটির সদস্যরা। ইতিমধ্যেই কমিটির তরফে কোর্টে প্রাথমিক রিপোর্টও জমা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, প্রশাসনের ভূমিকায় খুশি নয় কমিটি। যা জানতে পেরেই তৎপর হয়েছে প্রশাসন। বাড়ানো হয়েছে কোভিডবিধি পালনে নজরদারি।
এপ্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন যে, ‘সাগরমেলায়’ ১০০ শতাংশ নজরদারি অসম্ভব, ৯০ শতাংশ হলেই অনেক। প্রশাসন বিধি কার্যকরে তৎপর।’
এদিকে করোনার জন্য মুর্শিদাবাদের নবগ্রামের কিরীটেশ্বরী মেলাবন্ধ করে দেওয়া হয়েছে।
বাংলায় করোনা পরিস্থিতি উদ্বেগজনক। গতকাল ২২ হাজার ছাড়িয়েছে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। বুধবার সন্ধেয় রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে একদিনে নতুন করে রাজ্যে সংক্রমিত ২২,১৫৫ জন, মৃত ২২। মঙ্গলবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২১,০৯৮। তৃতীয় ঢেউয়ের মধ্যেও কমেছে পজিটিভিটি রেট, তবে এতে স্বস্তির কোনও ইঙ্গিত পাচ্ছেন না স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি রাজ্যে একদিনে সুস্থ হয়েছেন ৮,১১৭ জন, সুস্থতার হার অনেকটাই কমে ৯২.১৭%।
শুক্রবার পালিত হবে মকরসংক্রান্তি। মিলল দিঘা-শঙ্করপুর-তাজপুরে পূণ্যস্নান করার অনুমতি। কোভিডবিধি মেনে এই স্নান হলেও প্রশাসন এতে উৎসাহ দিচ্ছে না বলেই দাবি পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজির। তিনি জানিয়েছেন, বেশি ভিড় করা যাবে না। যাদের মাস্ক পরা থাকবে তাঁদের প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। স্নান করার পর সবার হাত স্যানিটাইজড করতে হবে। এ ব্যাপারে মাইকিং থাকবে।
গঙ্গাসাগরে করোনাবিধি কার্যকরে খুঁত রয়েছে। অসন্তুষ্ট হাইকোর্ট নিযুক্ত নজরাদরি কমিটির সদস্যরাও। প্রশাসন সজাগ হলেও অনেকের মুখেই মাস্ক নেই, শিকেয় দূরত্ববিধি। এপ্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, 'এতবড় কর্মকাণ্ডে ১০০ শতাংশ নজরদারি সম্ভব নয়। ৯০ শতাংশ হলেই অনেক। যাঁরা মাস্ক পড়ছেন না তাঁদের বেশিরভাগই ভিন রাজ্যের। তাঁদের উপর জোর খাটাতে পারে না প্রসাসন, সচেতন করতে হবে আমাদের। নজরদারির সঙ্গে সেই কাজই রাজ্য প্রসাসন চালাচ্ছে।'
ব্যারাকপুর কমিশনারেটে করোনার থাবা। কমিশনারেটে মোট করোনা আক্রান্ত ১৪৩ জন। সংক্রমিত ২ যুগ্ম সিপি অজয় ঠাকুর ও ধ্রুবজ্যোতি দে। কোভিডে কাবু ডিসি ট্রাফিক, ডিসি সেন্ট্রাল ও ডিসি নর্থ। করোনা আক্রান্ত হয়েছেন কমিশনারেটের এক এসিপি-ও।আক্রান্তদের মধ্যে আছেন ৭ জন আইসি।
বিধাননগরে পুরভোট ২২ জানুয়ারি। কোভিড আবহে ভোট, তাই করোনাবিধি কার্যকরের নির্দেশ দিয়েছে কমিশন। প্রচারে প্রার্থী সহ ৫ জনের বেশি নিয়ে জমায়েত করা যাবে না বলে নির্দেশ দিয়েছে কমিশন। অভিযোগ, বৃহস্পতিবার বিধাননগরের ৩৩ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীর প্রচারে গিয়েছিলেন দিলীপ ঘোষ। ছিলেন প্রার্থীও। প্রচারে বহু মানুষের জমায়েত হয়। যা দেখে পুলিশ দিলীপবাবুকে প্রচারে বাধা দেয়। তারপরই প্রচারে ছেড়ে চলে যান বিজেপির সর্বভারতীয় সহসভাপতি।
গঙ্গাসাগর মেলায় কোভিড বিধি মানা হচ্ছে কিনা তা দেখতে কমিটি গড়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালত নিযুক্ত কমিটি আজ গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেছে। ইতিমধ্যেই সাগরমেলা নিয়ে রাজ্য সরকারকে প্রাথমিক একটি রিপোর্টও জমা দিয়েছে এই কমিটি।
জানা গিয়েছে, কোভিডবিধি বাস্তবায়ণে প্রশানের ভূমিকা নিয়ে খুশি নয় কমিটি। যা জানতে পেরেই বিধি কার্যকরে নজরদারি বাড়িয়েছে প্রশাসন।
রাজ্যজুড়ে ছড়াচ্ছে সংক্রমণ। সংক্রমণের শৃঙ্খল ভাঙতে তৎপরতা বারুইপুরে। করোনা পরিস্থিতি পর্যালোচনায় আজ ও আগামিকাল বারুইপুর পুরসভা এলাকার সব দেকাান-বাজার বন্ধ। একইভাবে দক্ষিণ ২৪ পরগনার গোসাবাতেও রবিবার পর্যন্ত বাজার বন্ধ রাখা হবে।
জমজমাট গঙ্গাসাগর। ভিড় বাড়ছে পুন্যার্থীদের। করোনাকালে ই-স্নানে উৎসাহ দিচ্ছে রাজ্য সরকার। কাল থেকেই শুরু পুন্যস্নান। সাগরতট জুড়ে করোনা সচেতনায় প্রচার। বারবার মাস্ক পরতে সচেতন করা হচ্ছে পুন্যার্থীদের। আজ সন্ধেয় গঙ্গারতির আয়োজন গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে।
গতকালের চেয়ে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা আজ ২৭ শতাংশ বেশি। গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ৪৭ হাজারেরও বেশি মানুষ দেশজুড়ে করোনা আক্রান্ত হলেন। মাত্রাছাড়া সংক্রমণে রাজ্যে-রাজ্যে থর হরি কম্প দশা। ঘোর উদ্বেগে কেন্দ্রীয় সরকার। করোনার লাগামছাড়া সংক্রমণ দেশজুড়ে। গতকালের চেয়ে ৫২ হাজারেরও বেশি মানুষ নতুন করোনা আক্রান্ত হলেন আজ।
গঙ্গাসাগরে ভিড় বাড়ছে পুন্যার্থীদের। বাবুঘাটে পুন্যার্থীদের কোভিড বিধি সম্পর্কে সচেতন করা হচ্ছে। মাস্ক পরতে বারবার অনুরোধ পুন্যার্থীদের। ভ্যাকসিন নেওয়া না থাকলে বাবুঘাটেই করোনা টিকা দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে।