Advertisment

বঙ্গে সামান্য বাড়ল সংক্রমণ, কিন্তু চিন্তায় রাখছে দৈনিক মৃত্যু

তবে স্বস্তির খবর ঊর্ধ্বমুখী সুস্থতার হার।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus india,coronavirus india update,coronavirus india cases,coronavirus india cases today,coronavirus cases in india,coronavirus cases in india today,coronavirus cases in india in last 24 hours,coronavirus cases in india today update,coronavirus cases in india in 24 hours,covid cases in india,corona news in bengali,bengali news,bengali news today,bengali news update,bangla news today,bangla news,

, ক্লাসরুম এবং মিটিং হলের মতো স্থানগুলিতে করোনা ভাইরাস বাতাসে মাধ্যমে অনায়াসেই ছড়িয়ে পড়তে পারে।

বঙ্গে সামান্য বাড়ল সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে দৈনিক মৃত্যু ৩০-এর উপরেই রয়েছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৩,৮০৫ জন। একদিনে মৃত্যু হয়েছে ৩৪ জনের। তবে স্বস্তির খবর ঊর্ধ্বমুখী সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৭৬৭ জন। সুস্থতার হার ৯৬.৬৭ শতাংশ।

Advertisment

বাংলায় সক্রিয় রোগীও নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় ৯,৯৯৬ জন সক্রিয় রোগী কমে এই মূহূর্তে রাজ্যের সংখ্যা ৪৫ হাজার ৭২৯। দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে ৬.১৫ শতাংশ। কমেছে মৃত্যু হারও। এই মুহূর্তে রাজ্যে করোনায় মৃত্যুর হার ১.০৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৬১ হাজারের বেশি নমুনা পরীক্ষা হয়েছে।

সংক্রমণের নিরিখে এদিন শীর্ষে রয়েছে কলকাতা (৪৮১)। কিন্তু মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে এই জেলায়। আক্রান্ত হয়েছেন ৪৩৮ জন। উত্তরবঙ্গে দার্জিলিংয়ে উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৩৫ জন।

এদিকে, শুক্রবার এক ধাক্কায় বেশ খানিকটা কমেছে দেশের দৈনিক সংক্রমণ। কমেছে সংক্রমণের হারও। তবে গতকালের চেয়ে করোনায় মৃতের সংখ্যা বেশ খানিকটা বেড়ে গিয়েছে।

আরও পড়ুন বাংলা সহ বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ কমলেও, ডেল্টার দাপটে নাজেহাল বঙ্গ

শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যা অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫১ হাজার ২০৯ জন। একদিনে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬২৭ জনের। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ৪৭ হাজার ৪৪৩ জন। তথ্য বলছে, এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২১ লক্ষ ৫ হাজার ৬১১।

West Bengal coronavirus
Advertisment