/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/01/Corona-1.jpg)
, ক্লাসরুম এবং মিটিং হলের মতো স্থানগুলিতে করোনা ভাইরাস বাতাসে মাধ্যমে অনায়াসেই ছড়িয়ে পড়তে পারে।
রাত পোহালেই চার পুরনিগমে ভোট। তার আগে স্বস্তি দিয়ে আরও কমল দৈনিক করোনা সংক্রমণ। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত ৭৬৭ জন। সংক্রমণের হার কমে হয়েছে ১.৭৩ শতাংশ। তবে এখনও দুশ্চিন্তায় রাখছে কোভিডে মৃত্যু।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডের বলি ২৭ জন। গতকালের থেকে ১ বেশি। কুড়ির নীচে নামছে না মৃত্যু। সর্বাধিক মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায় (৭)। কলকাতায় মৃত্যু ৪ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন সংক্রমণের প্রায় দ্বিগুণ, ১,৩৬১ জন। রাজ্যে সার্বিক সুস্থতার হার ৯৮.২৫ শতাংশ।
তবে নমুনা পরীক্ষা গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজারের কম। কলকাতায় সর্বাধিক সংক্রমিত (১৩১ জন)। সংক্রমণ কমলেও রাজ্যে চিকিৎসকদের চিন্তা মৃত্যু নিয়ে। উল্লেখ্য, বিশেষজ্ঞরা বলছেন, যাঁরা করোনার দুটো ডোজ নেননি, তাঁদের মৃত্যু হচ্ছে। যাঁরা দুটো ডোজই নিয়েছেন, মৃতের তালিকায় তাঁরা নেই। তবে, এখনও রাজ্যে অনেকেই করোনার দুটো ডোজ নেননি বা পাননি। বিশেষ করে, পড়ুয়াদের অনেকেরই এখনও দুটো ডোজ হয়নি।
আরও পড়ুন সংক্রমণ কমলেও স্বাস্থ্য দফতরকে চিন্তায় রাখছে করোনায় মৃত্যু
শুধু তাই না, করোনার বুস্টার ডোজ নেওয়ার সময় হয়ে গেলেও অনেকেই এখনও বুস্টার ডোজ পাননি। এনিয়েও আশঙ্কায় রয়েছেন বহু প্রবীণ ব্যক্তিত্ব। কারণ, বুস্টার ডোজেরও সময়সীমা থাকে। সময়মতো সেই ডোজ না-পেলে করোনার দ্বিতীয় ডোজ কতটা সংক্রমণ রুখতে পারবে, তা নিয়ে সন্দেহ রয়েছে অনেকেরই। এর মধ্যেই আবার রাজ্যে পুরভোট চলে আসায় শিথিলতা বেড়েছে বলে অভিযোগ বিভিন্ন মহলের।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us