রাজ্যে গত দিনের তুলনায় বাড়ল আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৯৮ জন। এরমধ্যে শীর্ষে রয়েছে কলকাতা। তিলোত্তমায় বেড়েছে দৈনিক সংক্রমিতের হার। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৬৫ জন। যা গতদিন ছিল ৫ হাজার ৫৫৬ জন। অর্থাৎ ১১০ জন বেশি। বেড়েছে করোনায় প্রাণহানির সংখ্যাও। গত দিনের তুলনায় ২ জনের বেশি মৃত্যু হয়েছে। এ দিন প্রাণ গিয়েছে ৬ জনের। বর্তমানে কলকাতায় সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৩ হাজার ৫১০ জন।
কলকাতার মেয়র ফিরহাদ হাকিম মঙ্গলবার জানিয়েছেন, বর্তমানে শহরে কনটেনমেন্ট জোন রয়েছে ২৯টি। বহুতলে বেশি সংক্রমণ ঘটছে। মেয়রের দাবি, লিফট থেকেই বেশি ভাইরাস ছড়াচ্ছে। তাঁর আশা আগামী ২ সপ্তাহের মধ্যে কলকাতা পুরসভার কাজকর্ম স্বাভাবিক হয়ে যেতে পারে। কারণ কাজে যোগ দিচ্ছেন কোভিডজয়ী পুরকর্মীরা।
ভয়ঙ্কর ভাইরাসের বাড়বাড়ন্ত কমাতে শিশুদের টিকাদানের সঙ্গেই শুরু হয়েছে বুস্টার ডোজ দেওয়ার কাজও। ৬০ বছরের বেশি বয়সীরা কোমর্বিড হলেই এই ডোজ নিতে পারবেন। মঙ্গলবার বুস্টার ডোজ নিতেই কলকাতা পুরনিগমের ১১ নম্বর বোরো হেল্থ অফিসে গিয়েছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। কিন্তু ওই ডোজ নিতে পারেননি তিনি। করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার নির্দিষ্ট সময় পরই মিলবে বুস্টার ডোজ। অতীনবাবুর ক্ষেত্রে সেই সময়সীমা পূরণ হয়নি। ফলে বুস্টার ডোজ না নিয়েই ফিরে যান তিনি। দিন পাঁচেকের মধ্যেই ডেপুটি মেয়র বুস্টচার ডোজ নেওয়ার যোগ্য হবেন বলে খবর।
এদিকে, করোনায় আক্রান্ত প্রবীণ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। মৃদু উপসর্গ থাকলেও আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। রয়েছেন হোম আইসোলেশনে।
-
Jan 11, 2022 19:54 ISTমেয়রের আশা
মেয়র ফিরহাদ হাকিমের আশা, আগামী ২ সপ্তাহের মধ্যে কলকাতা পুরসভার কাজকর্ম স্বাভাবিক হয়ে যেতে পারে। কারণ কাজে যোগ দিচ্ছেন কোভিডজয়ী পুরকর্মীরা।
-
Jan 11, 2022 19:53 ISTকলকাতায় ২৯ কনটেনমেন্ট জোন
কলকাতার মেয়র ফিরহাদ হাকিম মঙ্গলবার জানিয়েছেন, বর্তমানে শহরে কনটেনমেন্ট জোন রয়েছে ২৯টি। বহুতলে বেশি সংক্রমণ ঘটছে। মেয়রের দাবি, লিফট থেকেই বেশি ভাইরাস ছড়াচ্ছে।
-
Jan 11, 2022 19:53 ISTকলকাতায় বেলাগাম সংক্রমণ বৃদ্ধি
তিলোত্তমায় বেড়েছে দৈনিক সংক্রমিতের হার। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৬৫ জন। যা গতদিন ছিল ৫ হাজার ৫৫৬ জন। অর্থাৎ ১১০ জন বেশি। বেড়েছে করোনায় প্রাণহানির সংখ্যাও। গত দিনের তুলনায় ২ জনের বেশি মৃত্যু হয়েছে। এ দিন প্রাণ গিয়েছে ৬ জনের। বর্তমানে কলকাতায় সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৩ হাজার ৫১০ জন।
-
Jan 11, 2022 19:43 ISTরাজ্যে বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা
মঙ্গলবার ফের ঊর্ধ্বমুখী গ্রাফ। গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ছাড়াল দৈনিক সংক্রমণ। পাশাপাশি বাড়ল মৃত্যুও। একদিনে সংক্রমিত ২১,০৫৮, মৃত ১৯। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৮০৩৭ জন, সুস্থতার হার কমে ৯৩.২০%। তবে কিছুটা স্বস্তি আক্রান্তের হারে সোমবার পর্যন্ত রাজ্যে সংক্রমণের হার পেরিয়েছিল ৩৫%। কিন্তু গত ২৪ ঘণ্টায় নিম্নমুখী আক্রান্তের হার (৩২.৩৫%)। পড়ুন বিস্তারিত
-
Jan 11, 2022 19:22 ISTকোভিডবিধি মেনেই বসবে জয়দেবের মেলা
এবারও বসবে জয়দেবের মেলা। মঙ্গলবার এই ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা। জয়দেবের মেলা হবে সম্পূর্ণ কোভিডবিধি মেনেই। পুন্যার্থীদের জন্য স্নান ও পুজো দেওয়ার ব্যবস্থাও থাকছে। খাবার দোকানোর পাশাপাশি হবে বাউল–কীর্তনিদের আখড়া। তবে এই জমায়েতে প্রশাসন কতটা বিধি পালন হচ্ছে কিনা তার নজরদারি করবে তা নিয়েই প্রশ্ন উঠছে। পড়ুন বিস্তারিত
-
Jan 11, 2022 14:25 ISTপজিটিভ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়
করোনা আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। উপসর্গ থাকায় গতকালই তাঁর করোনা পরীক্ষা করানো হয়েছিল। আজ রিপোর্ট পজিটিভ এসেছে। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। পড়ুন বিস্তারিত
-
Jan 11, 2022 14:08 ISTবুস্টার ডোজ না নিয়েই ফিরলেন ডেপুটি মেয়র
কলকাতা পুরসভার ১১ নম্বর বরোর হেল্থ অফিস থেকে করোনার বুস্টার ডোজ নিতে গিয়েছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। কিন্তু তা না নিয়ে ফিরতে হল তাঁকে।
নির্দেশিকা অনুয়ায়ী দ্বিতীয় ডোজের নির্দিষ্ট সময়সীমা পেরোলেই নেওয়া যাবে বুস্টার ডোজ। কিন্তু অতীনবাবুর ক্ষেত্রে সেই সময়সীমা পূরণ হয়নি। ফলে হেল্থ অফিসের চিকিত্সকরা কাগজপত্র দেখে জানান, এখনই ডেপুটি মেয়রকে বুস্টার ডোজ দেওয়া যাবে না, বুস্টার ডোজ নিতে আরও পাঁচ দিন পর তাঁর দিন আসবে। এরপর ফিরে আসতে যান কলকাতার ডেপুটি মেয়র।
-
Jan 11, 2022 13:27 ISTকরোনায় আক্রান্ত প্রবীণ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়
করোনায় আক্রান্ত প্রবীণ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গত ২ জানুয়ারি মালদায় একটি বইমেলার উদ্বোধনে গিয়েছিলেন তিনি। সেই বইমেলা স্থগিত হয়ে গেছে। বাড়ি ফেরার পর তাঁর সর্দি, জ্বর, কাশির মতো উপসর্গ দেখা দেয় শরীরে। গতকাল টেস্ট করান। আজ তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে।
-
Jan 11, 2022 12:39 ISTমুখ্যমন্ত্রীকে খোঁচা করোনা আক্রান্ত সুকান্ত মজুমদারের
করোনায় আক্রান্ত রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য ফেসবুক পোস্টে ধন্যবাদ জানিয়েও খোঁচা দিলেন সুকান্ত।
-
Jan 11, 2022 12:37 ISTমুখ্যমন্ত্রীকে খোঁচা করোনা আক্রান্ত সুকান্ত মজুমদারের
করোনায় আক্রান্ত রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য ফেসবুক পোস্টে ধন্যবাদ জানিয়েও খোঁচা দিলেন সুকান্ত।
-
Jan 11, 2022 12:25 ISTমুখ্য়মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন মোদী
কোভিডের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। বৃহস্পতিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
-
Jan 11, 2022 12:16 ISTগঙ্গাসাগর মেলার নজরদারি কমিটি থেকে বাদ শুভেন্দু
শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দেওয়ার পরেও চূড়ান্ত রায় স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্ট। এবার মেলার নজরদারিতে নয়া কমিটি তৈরি হল। রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে সেই কমিটিতে রাখা হয়নি বিরোধী দলনেতাকে।
-
Jan 11, 2022 11:29 ISTজেএনএম হাসপাতালে করোনা আক্রান্ত চিকিৎসক, নার্স-সহ ১০৪ জন
কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ডাক্তারি পড়ুয়া-সহ করোনায় আক্রান্ত ১০৪ জন। তাও হাসপাতালের পরিষেবা অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ।
-
Jan 11, 2022 11:21 ISTবারাকপুর-বারাসতে বাজার বন্ধ
বারাকপুরে আগামী ২ সপ্তাহের জন্য সপ্তাহে তিনদিন খোলা থাকবে বাজার। সোম, বুধ ও শুক্রবার খোলা থাকবে বাজার। বাকি দিনগুলি বন্ধ থাকবে। বারাসতে সপ্তাহে তিন দিন বন্ধ থাকবে বাজার-দোকানপাট। দুই মহকুমায় কোভিডের বাড়বাড়ন্ত নিয়ন্ত্রণে আনতে সিদ্ধান্ত প্রশাসনের।
-
Jan 11, 2022 10:30 ISTদেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৪ হাজার
দেশে করোনা সুনামি। একদিনে নতুন করে সংক্রমিত ১ লক্ষ ৬৮ হাজার ৬৩ জন। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হল ৮ লক্ষ। ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪,৪৬১।
-
Jan 11, 2022 09:31 ISTকলকাতা-সহ বাংলার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র
তিন সপ্তাহের মধ্যে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের করোনা সংক্রমিতের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া এবং বর্ধমান, এই পাঁচ জেলা চিন্তায় রেখেছে কেন্দ্রকে।
-
Jan 11, 2022 08:37 ISTগঙ্গাসাগর নজরদারিতে শুভেন্দুর নিয়োগে রাজ্যের আপত্তি
গঙ্গাসাগর মেলার নজরদারি কমিটিতে শুভেন্দু অধিকারীর নিয়োগ নিয়ে আপত্তি। রায় পুনর্বিবেচনার আবেদন হাইকোর্টে রাজ্যের। চিকিৎসকের নাম প্রস্তাব।