Advertisment

একধাক্কায় সাত হাজারের নীচে দৈনিক সংক্রমণ, বঙ্গে চিন্তা বাড়াচ্ছে মৃত্যু

স্বস্তি দিয়ে কমেছে বাংলায় দৈনিক সংক্রমণ হার।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus india,coronavirus india update,coronavirus india cases,coronavirus india cases today,coronavirus cases in india,coronavirus cases in india today,coronavirus cases in india in last 24 hours,coronavirus cases in india today update,coronavirus cases in india in 24 hours,covid cases in india,corona news in bengali,bengali news,bengali news today,bengali news update,bangla news today,bangla news,

, ক্লাসরুম এবং মিটিং হলের মতো স্থানগুলিতে করোনা ভাইরাস বাতাসে মাধ্যমে অনায়াসেই ছড়িয়ে পড়তে পারে।

স্বস্তি দিয়ে বঙ্গে অনেকটাই কমল দৈনিক সংক্রমণ। একধাক্কায় সাত হাজারের নীচে রবিবারের সংক্রমণ গ্রাফ। কিন্তু মৃত্যু এখনও চিন্তার কারণ থাকছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৬,৯৮০ জন। মৃত্যু হয়েছে ৩৬ জনের।

Advertisment

স্বস্তির খবর গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২০ হাজার ৩৩৮ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৩.৩৬ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লক্ষ ৩৪ হাজার ৭২৪ জন। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমে হয়েছে ১৩ হাজার ৪৭৪।

স্বস্তি দিয়ে কমেছে বাংলায় দৈনিক সংক্রমণ হার। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ হার ৯.৫৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৭৩ হাজারের বেশি। কলকাতায় গত ২৪ ঘণ্টায় হাজারের নীচে সংক্রমণ। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় একদিনে আক্রান্ত হয়েছেন ৯৭৩ জন। কিন্তু বেড়েছে মৃত্যু (১০)।

আরও পড়ুন ভারতে গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে রয়েছে ওমিক্রন, জানাল কেন্দ্রীয় সংস্থা INSACOG

এদিকে, রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩৩ হাজার ৫৩ জন। গতকালের চেয়ে সংক্রমিতের সংখ্যা কমেছে চার হাজারের বেশি। একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫২৫ জনের। এরই পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ১৬৮ জন।

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২১ লক্ষ ৮৭ হাজার ২০৫ জন। দেশে করোনার দৈনিক সংক্রমণের হার ১৭.৭৮ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ১৬.৮৭ শতাংশ। দেশে সুস্থতার হার ৯৩.১৮ শতাংশ।

coronavirus West Bengal
Advertisment