একদিনে বঙ্গে করোনায় কাবু ৪৩, কাল থেকে ষাটোর্ধ্ব প্রত্যেককে বুস্টার ডোজ

টিকাকরণকে হাতিয়ার করেই সুস্থ হচ্ছে দেশ। কাল থেকেই শুরু ১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ। বুস্টার ডোজ পাবেন ষাটোর্ধ্ব সব প্রবীণ।

টিকাকরণকে হাতিয়ার করেই সুস্থ হচ্ছে দেশ। কাল থেকেই শুরু ১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ। বুস্টার ডোজ পাবেন ষাটোর্ধ্ব সব প্রবীণ।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Covid 19 updates 15 March 2022

কলকাতার একটি স্বাস্থ্যকেন্দ্রে করোনা পরীক্ষা। এক্সপ্রেস ফটো- পার্থ পাল

দেশের অন্য রাজ্যগুলির পাশাপাশি করোনার সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমছে বাংলাতেও। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এরাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ জন, মৃত্যু হয়েছে ১ জনের।

Advertisment

কমছে সংক্রমণ, সুস্থ হচ্ছে দেশ। রাজ্যে-রাজ্যে কোভিড-গ্রাফ তলানিতে। বাংলাতেও ফি দিন সংক্রমণ নিম্নমুখী। মঙ্গলবার সন্ধেয় রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৪৩। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে বর্তমানে ২০ লক্ষ ১৬ হাজার ৫১৬ জন। বঙ্গে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২১ হাজার ১৮৯ জন।

বর্তমানে এরাজ্যে করোনা পজিটিভিটি রেট ০.২২ শতাংশ। তথ্য বলছে, এখনও পর্যন্ত এরাজ্যের ১৯ লক্ষ ৯৪ হাজার ৪৫ জন করোনামুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় এরাজ্যে করোনা টেস্ট হয়েছে ১৯ হাজার ১৯৮ জনের। টিকাকরণকে হাতিয়ার করেই সুস্থ হচ্ছে দেশ। দেশের অন্য রাজ্যগুলির পাশাপাশি এরাজ্যেও দ্রুত গতিতে চলছে করোনার টিকাকরণ কর্মসূচি। রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এরাজ্যে করোনার টিকা পেয়েছেন ৯৩,৫২৭ জন।

Advertisment

আরও পড়ুন- সরকার হাত বাড়ালে এপ্রিলেই সুদিন, পেশা বদলে ফের পুলকার ব্যবসায় ফিরতে কাতর আর্জি

করোনার বিরুদ্ধে লড়াই জরি রয়েছে। ধাপে ধাপে দেশে শুরু হয়েছিল করোনার টিকাকরণ অভিযান। একে-একে বয়সের ধাপ পেরিয়ে এবার ১২-১৪ বছর বয়সী শিশুদেরও টিকাকরণের আওতায় এনে ফেলছে কেন্দ্র। আগামিকাল অর্থাৎ ১৬ মার্চ থেকে দেশের ১২-১৪ বছর বয়সী শিশুদেরও করোনাভাইরাসের টিকা দেওয়া হবে।

এরই পাশাপাশি এখন থেকে ষাটোর্ধ্ব প্রত্যেক নাগিরককেই করোনার বুস্টার ডোজ বা সতর্কতামূলক ডোজ দেওয়া শুরু হবে। আগামিকাল অর্থাৎ ১৬ মার্চ থেকেই দেশজুড়ে ষাটোর্ধ্ব নাগরিকদের করোনার সতর্কতামূলক ডোজ দেওয়া শুরু হবে।

corona West Bengal Coronavirus Update