/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/nirupamsen.jpg)
সিপিআইএম-এর অন্দরে বরাবরই তাত্ত্বিক নেতা হিসাবেই নিরুপম সেনের পরিচিতি।
Senior CPI(M) Leader Nirupam Sen Put on Life Support System: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী তথা সিপিআইএম নেতা নিরুপম সেন। এই মুহূর্তে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে তাঁকে 'লাইফ সাপোর্ট' ব্যবস্থায় রাখা হয়েছে। একাত্তর বছর বয়সী এই নেতা 'মাল্টি অর্গান ফেলিওর'-এ ভুগছেন। নিরুপম সেনের চিকিৎসার দায়িত্বে রয়েছে ডাঃ রঞ্জন চৌধুরীর নেতৃত্বাধীন মেডিক্যাল টিম। বৃহস্পতিবারই অসুস্থ নেতাকে দেখে গিয়েছেন সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র প্রমুখ।
হাসপাতালে ভর্তি হওয়ার আগে নিউমুনিয়ায় আক্রান্ত হয়েছিলেন বর্ধমান জেলার এই নেতা। এছাড়া দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভুগছেন তিনি। এর আগে তাঁর সেরিব্রাল অ্যাটাকও হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, বেশ কয়েক মাস ধরে হাঁটাচলার ক্ষমতাও হারিয়ে ফেলেছেন নিরুপম সেন। ইদানিং তাঁর ডায়ালেসিসও চলছে।
আরও পড়ুন- মরুরাজ্যে খরা কাটিয়ে লালফুলের জোড়া
সিপিআইএম-এর অন্দরে বরাবরই তাত্ত্বিক নেতা হিসাবেই নিরুপম সেনের পরিচিতি। সে ভাবে কোনও দিনই সংসদীয় রাজনীতিতে অংশ নেননি তিনি। তবে ২০০৬ সালে বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ্যমন্ত্রীত্বে সপ্তম বামফ্রন্ট সরকারের শিল্পমন্ত্রীর দায়িত্ব পান নিরুপম সেন। সিঙ্গুর-নন্দীগ্রাম পর্যায়ে তিনিই ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী। দীর্ঘদিন দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি তথা কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরোরও সদস্য ছিলেন তিনি। তবে, শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে কোনও কমিটিরই সদস্য নন তিনি।