/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/mamata-modi.jpg)
অম্লমধুর সম্পর্কের মাঝেও অন্য ছবি।
পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কর্মজীবনের মেয়াদ বৃদ্ধি হল। আজ, শুক্রবার আইএএস অফিসার হরিকৃষ্ণ দ্বিবেদীর কর্মজীবনের শেষ দিন ছিল। কিন্তু, রাজ্য প্রশাসনের আর্জি মেনে মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে কেন্দ্র। মুখ্যসচিব পদে আগামী ৬ মাসের এক্সটেনশন দেওয়া হয়েছে হরিকৃষ্ণ দ্বিবেদীকে।
হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ বাড়ানোর জন্য অনুমতি চাওয়া হয়েছিল নবান্নের তরফে। তাঁর এক্সটেনশন সংক্রান্ত ফাইল দিল্লিতে কেন্দ্রীয় কর্মিবর্গ দফতরের কাছে পাঠিয়েছিল রাজ্য সরকার। কর্মিবর্গ দফতর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনস্ত। সেখানে থেকে সবুজ সঙ্কেত আজই।
২০২১ সালে তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসরের পর ওই চেয়ারে বসেছিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। তার আগে রাজ্যের স্বরাষ্ট্রসচিব ছিলেন তিনি। হরিকৃষ্ণ দ্বিবেদী ১৯৮৮ সালের ক্যাডারের আইএএস অফিসার। মুখ্যসচিব হওয়ার আগে তিনি বেশ কিছু দিন অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্ব সামলেছিলেন। অর্থসচিব ও স্বরাষ্ট্রসচিবেরও দায়িত্ব সামলেছেন দ্বিবেদী।
কেন্দ্র রাজ্য সম্পর্ক অম্লমধুর। এর আগে রাজ্যের অনুরোধে একাধিক পূর্বতন মুখ্যসচিব এক্সটেনশন পেয়েছেন। অনেকের ক্ষেত্রে আবার সেই আবেদন কার্যকর হয়নি। কিন্তু হরিকৃষ্ণ দ্বিবেদীর ক্ষেত্রে এক্সটেনশনের আবেদনে সাড়া দিল কেন্দ্র।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'আস্থাভাজন' বলেই পরিচিত হরিকৃষ্ণ দ্বিবেদী। সূত্রের খবর, মুখ্যসচিব পদে যাতে দ্বিবেদীর মেয়াদ না বাড়ে তার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে অনুরোধও করেছিলেন। দ্বিবেদীর বিরুদ্ধে প্রকাশ্যেই নানা অভিযোগ করেছেন শুভেন্দু। কিন্তু শেষ পর্যন্ত নন্দীগ্রামের বিজেপি বিধায়কের নয়, রাজ্যের অনুরোধই মানল মোদী সরকার।