Advertisment

বাংলায় হু-হু করে বাড়ছে সংক্রমণ, উদ্বেগের কেন্দ্রে কলকাতা, জরুরি বৈঠক মুখ্যসচিবের

গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৯৭৪ জন। গত দিন যা ছিল ৮৪৬ জন। মৃত্যু হয়েছে ১২ জনের।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal corona daily corona updates 23 november 2021

১১ মার্চের পর থেকে কোভিড-১৯ ভারতে একটি সাধারণ রোগ হয়েও দাঁড়াতে পারে।

আশঙ্কাই যেন সত্যির পথে! পুজোর পর রাজ্যে হু হু করে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৯৭৪ জন। গত দিন যা ছিল ৮৪৬ জন। দৈনিক মৃত্যুর সংখ্যা ১২। গত ২৪ ঘন্টায় সংক্রমণ মুক্ত হয়েছেন ৮০৮ জন। নতুন করে সক্রিয় রোগীর সংখ্যা ১৫৪। পজিটিভিটি রেট ২.২৬ শতাংশ।

Advertisment

বর্তমানে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৮৫ হাজার ৪৬৬ জন। করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লক্ষ ৫৮ হাজার ৬৯০ জন। অর্থাৎ বাংলায় করোনায় সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ। রাজ্যে মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ৭৩১ জন।

এ পর্যন্ত বাংলায় মারণ ভাইরাসে মোট প্রাণ গিয়েছে ১৯ হাজার ৪৫ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১২ জনের। মৃত্যু হার ১.২০ শতাংশ।

রাজ্যে দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। গত ২৪ ঘন্টায় শহরে করোনা আক্রান্ত হয়েছেন ২৬৮ জন। যা গত দিন ছিল ২৪২ জন। মৃত ৪। আক্রান্তদের মধ্যে ১৯৪ জনের টিকার দুটি ডোজ় নেওয়া হয়ে গিয়েছে। ফলে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় এ দিন নবান্নে জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। কনটেনমেন্ট জোন, রাত্রিকালীন বিধিনিষেধ, মাস্ক পরার বিষয়ে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

কলকাতার দৈনিক সংক্রমণে চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনা (আক্রান্ত- ১৪৭, মৃত- ৪), হুগলি (আক্রান্ত- ৮৪, মৃত- ১)দক্ষিণ ২৪ পরগনা (আক্রান্ত- ৭৯, মৃত- ১), হাওড়া (আক্রান্ত- ৭৬, মৃত- ০), পূর্ব বর্ধমান (আক্রান্ত- ৩১, মৃত ০), পশ্চিম বর্ধমান (আক্রান্ত- ৩১, মৃত ০), পশ্চিম মেদিনীপুর (আক্রান্ত- ৩২, মৃত ০)। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিংয়ে দৈনিক আক্রান্তের সংখ্যা ২৭, জলপাইগুড়িতে ২১ জন।

স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুসারে রাজ্যে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ হাজার ১৫৯টি। এখনও পর্যন্ত রাজ্যের ৫ লক্ষ ৩২ হাজারের বেশি মানুষের টিকাকরণ হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal Bengal Corona Corona in bengal coronavirus Kolkata corona kolkata
Advertisment