একদিনে আক্রান্ত ৪,৩৯৮ জন, রাজ্যে ফের ভয়াবহ রূপ নিচ্ছে করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় হাজার পার করেছে দৈনিক সংক্রমণ।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় হাজার পার করেছে দৈনিক সংক্রমণ।

author-image
IE Bangla Web Desk
New Update
Coronavirus, Vietnam

প্রতীকী ছবি

ভয়াবহ রূপ ধারণ করছে রাজ্যের করোনা সংক্রমণ। রবিবার দৈনিক রেকর্ড ভেঙে দিল সংক্রমণের পরিসংখ্যান। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ৪,৩৯৮ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় হাজার পার করেছে দৈনিক সংক্রমণ। কলকাতায় সংখ্যাটা ১,১০৯ জন এবং উত্তর ২৪ পরগনায় ১,০৪৭ জন।

Advertisment

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, শনিবার রাজ্যে সংক্রমিত হয়েছিলেন ৪,০৪৩ জন। মৃত্যু হয়েছিল ১২ জনের। তার আগের দিন শুক্রবার সংখ্যাটা ছিল ৩,৬৪৮ জন। গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ভোটের মুখে রকেটের গতিতে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। চলতি বছলে প্রথমবার কলকাতায় দৈনিক সংক্রমণ ছাড়িয়েছে হাজার। উত্তর ২৪ পরগনাতেও একই চিত্র।

এখনও কলকাতার অধিকাংশ আসন, উত্তর ২৪ পরগনায় ভোটগ্রহণ বাকি। পুরো দমে এবার নির্বাচনী প্রচার চলছে সর্বত্র। একাঝিক জনসভা, মিছিলে মাস্ক এবং কোভিড বিধি মানার কোনও বালাই নেই। যা নিয়ে চিন্তিত চিকিৎসক মহল। দৈনিক সংক্রমণ রোজই নয়া রেকর্ড গড়ছে। এভাবে চলতে থাকলে গত বছরের পরিস্থিতির থেকেও খারাপ হবে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। এখনও পর্যন্ত রাজ্যে করোনার বলি ৫, ৮০, ৫১৫। গত ২৪ ঘণ্টায় কোভিড টেস্ট হয়েছে ৪০, ৩৭২ জনের।

West Bengal coronavirus