টানা তিন দিন কোভিডে মৃত্যু শূন্য, বিরাট স্বস্তি বাংলায়

অনেকটাই কমল দৈনিক সংক্রমণ।

অনেকটাই কমল দৈনিক সংক্রমণ।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata, shambhunath pandit hospital, covid 19 ccu unit, coronavirus

প্রতিকী ছবি।

দৈনিক করোনা সংক্রমণের রিপোর্টে ফের স্বস্তি বাংলায়। সংক্রমিতের সংখ্যা আরও কমল রাজ্যে। সেই সঙ্গে টানা তিন দিন কোভিডে মৃত্যু শূন্য বাংলায়। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১২৫ দন। গতকাল এই সংখ্যাটা ছিল ১৩৯। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০ লক্ষ ১৫ হাজার ৬৭০।

Advertisment

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাজয়ী হয়েছেন ১৫২ জন। মোট সুস্থের সংখ্যা বেড়ে হল ১৯ লক্ষ ৯২ হাজার ৭৪৩। রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২১ হাজার ১৭৮ জনের। তিন দিন ধরে সংখ্যাটা একই রয়েছে। বাংলায় তিন দিন কোভিডে মৃত্যু শূন্য। যা একপ্রকার বিরাট স্বস্তি দিচ্ছে স্বাস্থ্য দফতরকে। রাজ্যে এখন পজিটিভিটি রেট ০.৫২ শতাংশ।

Advertisment

বাংলার মতো সুস্থতার পথে দেশও। শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৯৬ জন। একদিনে দেশে করোনামুক্ত হয়েছেন ১৩ হাজার ৪৫০ জন। সব মিলিয়ে দেশে করোনার সংক্রমণ ছড়ানোর পর থেকে এখনও পর্যন্ত মোট সুস্থ হলেন ৪ কোটি ২৩ লক্ষ ৬৭ হাজার ৭০ জন। এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৬৯ হাজার ৮৯৭।

আরও পড়ুন সুস্থ হচ্ছে দেশ, আরও কমল দেশের দৈনিক সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ২০১। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, দেশে করোনার মৃতের মোট সংখ্যা বেড়ে ৫ লক্ষ ১৪ হাজার ৫৮৯। এই মুহূর্তে করোনার দৈনিক সংক্রমণ হার ০.৬৯ শতাংশ। অন্যদিকে, রাজ্যে-রাজ্যে জারি করোনার টিকাকরণ কর্মসূচি। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত দেশে ১৭৮ কোটি ২৯ লক্ষ ১৩ হাজার ৬০টি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।

West Bengal coronavirus