/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/Tapasi-BJP.jpg)
ভোট দিলেন ধুপগুড়ির বিজেপি প্রার্থী তাপসী রায়।
রাজবংশী অধ্যুষিত উত্তরবঙ্গের ধূপগুড়িতে উপনির্বাচন হল মোটের উপর শান্তিপূর্ণভাবে। যা এ যাবৎকালে বঙ্গ ভোটে বিরলতম ঘটনা। ভোট পড়েছে পড়েছে প্রায় ৬৮ শতাংশ। ধূপগুড়ি জিততে মরিয়া তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, বিধায়কের মৃত্যুর পর উপনির্বাচন জিতে এই আসন ধরে রাখতে কোমন বেঁধে লড়াই করেছে বিজেপিও। ভোটের দিন কয়েক আগেই বিজেপিতে যোগদান করেছেন প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেত্রী মিতালি রায়। দলের টিকিট না পেয়ে ক্ষোভ ছিলই, তার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পরই পদ্ম পতাকা হাতে তুলে নেন মিতালি রায়। এই প্রেক্ষাপটে ধুপগুড়িবাসী কোন দলের প্রতি আস্থাশীল সেদিকেই নজর।
ধূপগুড়িতে কেন্দ্রের তিন প্রার্থীই রাজবংশী সম্প্রদায়ের। ভোটগ্রহণ শুরু পর থেকেই মোটের উপর শান্তিপূর্ণ ছিল ধূপগুড়ির পরিস্থিতি। কোনও দলের পক্ষ থেকে এখনও পর্যন্ত বড় কোনও গোলমালের অভিযোগ আসেনি। শুধু প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপির। প্রার্থীর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন পুলিশ আধিকারিক।
ধূপগুড়ির বিধানসভা উপ নির্বাচনের ফলাফল আগামী ৮ তারিখ।
-
Sep 05, 2023 15:13 IST
পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কমিশনে অভিযোগ বিজেপির
প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ। অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে কমিশনে অভিযোগ বিজেপির। প্রার্থীর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন পুলিশ আধিকারিক।
-
Sep 05, 2023 15:11 IST
দুপুর ১টা পর্যন্ত ৫০ শতাংশের বেশি ভোট
ধূপগুড়ি উপনির্বাচনে অর্ধেকের বেশি ভোট পড়ল দুপুর ১টার মধ্যে। কমিশন সূত্রে খবর, দুপুর ১টা পর্যন্ত ধূপগুড়িতে ভোট পড়েছে ৫১.১২ শতাংশ।
-
Sep 05, 2023 12:08 IST
বিজেপি প্রার্থী-পুলিশ তর্কাতর্কি
বিজেপি প্রার্থীর সঙ্গে তর্কাতর্কি হয় পুলিশ সুপারের। তিনি জানান, বুথের সামনে পুলিশ থাকবে না, এমন কোনও নিয়ম নেই। এ বিষয়ে কমিশনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তাপসী। গোটা বিষয়ে রিপোর্ট তলব কমিশনের।
-
Sep 05, 2023 12:06 IST
সকাল ১১টা পর্যন্ত ৩৪.২৬ শতাংশ ভোট
ধূপগুড়ি উপনির্বাচনে সকাল ১১টা পর্যন্ত ৩৪.২৬ শতাংশ ভোট পড়েছে
-
Sep 05, 2023 10:28 IST
শান্তিপূর্ণ ভাবে চলছে ভোটগ্রহণ
তিন ঘণ্টা অতিক্রান্ত ভোটগ্রহণের। শান্তিপূর্ণ ভাবে চলছে ভোটগ্রহণ। কোথাও কোনও অশান্তি-গন্ডগোলের খবর নেই। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ।
-
Sep 05, 2023 09:46 IST
ভোট দিলেন তৃণমূল প্রার্থী
ভোট দিলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। বুথে বুথে ঘুরে ভোটগ্রহণ দেখছেন তিনি। জয়ের বিষয়ে তিনি আশাবাদী।
-
Sep 05, 2023 09:17 IST
ইভিএম সারিয়ে শুরু ভোটগ্রহণ
ধূপগুড়ির স্কুলে যে বুথে ইভিএম বিকল হয়ে পড়েছিল, সেখানে ফের ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু। ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে। ধীরে ধীরে ভোট দিচ্ছেন সবাই।
-
Sep 05, 2023 09:10 IST
ভোট দিলেন বিজেপি প্রার্থী
ভোট দিলেন ধুপগুড়ির বিজেপি প্রার্থী তাপসী রায়।
-
Sep 05, 2023 09:06 IST
পুলিশকে নিয়ে অভিযোগ বিজেপি প্রার্থীর
ধূপগুড়ির ২৪৬ নম্বর বুথে বিজেপি প্রার্থী তাপসী রায়ের অভিযোগ, বুথের দরজায় পুলিশ কেন, তাঁদের তো ২০০ মিটার দূরে থাকার কথা। পুলিশকে দেখে ভোটাররা আতঙ্কিত হয়ে পড়তে পারেন।
-
Sep 05, 2023 09:04 IST
এক ঘণ্টা ধরে ইভিএম বিকল
ধূপগুড়ি উচ্চ বিদ্যালয়ের তিনটি বুথের মধ্যে একটি বুথে দীর্ঘ ক্ষণ ভোটপর্ব বন্ধ। এক ঘণ্টার বেশি সময় ধরে বুথের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন ভোটারেরা। কয়েক জন ভোট দেওয়ার পরেই ওই মেশিন বিকল হয়ে যায় বলে অভিযোগ।