Advertisment

কর্পোরেট দুনিয়াকে হাতছানি দিতে প্রস্তুত হচ্ছে দিঘা

বাংলা-ওড়িশার সীমান্ত উদয়পুরের কাছে ফোরশোর রোডের পাশে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পাঁচ একর জমিতে এই আন্তর্জাতিক মানের কনভেশনশন সেন্টার তৈরি হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

৮৫ শতাংশ কাজ সম্পূর্ণ

দিঘা হোক গোয়ার মতই। এ আকাঙ্ক্ষার কথা দীর্ঘদিন ধরেই ব্যক্ত করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে জন্য চেষ্টা চলছে জোর কদমে। সে দিকে নজর রেখেই আর কিছুদিনের মধ্যেই কর্পোরেট দুনিয়াকে স্বাগত জানাতে তৈরি হয়ে উঠছে পশ্চিমবঙ্গের সৈকত সুন্দরী।

Advertisment

মাস কয়েকের মধ্যেই তৈরি হয়ে যাবে দিঘা কনভেনশন সেন্টার। কর্পোরেট দুনিয়াকে স্বাগত জানাতে প্রস্তুতি চলছে জোর কদমে। এমনিতেই দিঘার সেই ঘিঞ্জি চেহারা এখন বদলে গেছে অনেকটাই। রাজ্য সরকার একের পর এক প্রকল্প গ্রহণ করেছে দিঘার রূপ বদলাতে।

আরও পড়ুন, অচল হলদিয়া বন্দর, সৌজন্যে ট্রান্সপোর্টার ধর্মঘট

দিঘা কনভেনশন সেন্টার তৈরির বাজেট ধরা হয়েছে ৭০ কোটি ২৬ লক্ষ টাকা। মুখ্যমন্ত্রী এই সেন্টার তৈরির সময়সীমা বেঁধে দিয়েছিলেন। সেই সময়সীমার মধ্যেই কাজ শেষ করার চেষ্টা চলছে পুরোদমে। রাজ্য নগরোন্নয়ন দফতরের তত্ত্বাবধানে কাজ চালিয়ে যাচ্ছে ডি এম পি নির্মাণ প্রাইভেট লিমিটেড। পরিকাঠামোর প্রায় ৮৫ শতাংশ কাজ শেষ। আপাতত নগরোন্নয়ন দপ্তর এবং নির্মাণকারী সংস্থার ২০ জন জুনিয়র এবং সিনিয়র ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে কাজের শেষ পর্ব চলছে। পর্ষদ প্ৰশাসক সুজন দত্ত জানিয়েছেন, "মুখ্যমন্ত্রীর বেঁধে দেওয়া সময়ের মধ্যেই কাজ সম্পূর্ণ হবে বলে আমরা আশাবাদী।"

publive-image দিঘার চেহারা এখন অনেকটাই বদলে গেছে

বাংলা-ওড়িশার সীমান্ত উদয়পুরের কাছে ফোরশোর রোডের পাশে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পাঁচ একর জমিতে এই আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার তৈরি হচ্ছে। সেন্টারে থাকছে এক হাজার বর্গমিটারের প্রদর্শনশালা, সেমিনার হল, ভিআইপি লাউঞ্জ ও এক হাজার আসন বিশিষ্ট অডিটোরিয়াম। সেই সঙ্গে থাকছে চারতারা আতিথেয়তার হাতছানি। থাকবে সুইমিং পুল, স্পা ব্লক, চিলড্রেন্স পার্ক, জিম, ব্যাঙ্কোয়েট হল। অবশ্যই থাকছে ককটেল-মকটেলের বন্দোবস্ত এবং রসনাপূর্তির ব্যবস্থাপনা।

দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সদস্য তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস বলেন, "রাজ্যের পর্যটন বিকাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই দিঘার দিকে আলাদাভাবে নজর দিয়েছেন। দিঘাকে আন্তর্জাতিক মানের করে তোলার লক্ষ্যে এই কনভেনশন সেন্টার গড়ার পরিকল্পনা নিয়েছিলেন তিনি। সে কাজ শেষ হলেই কর্পোরেট-উপযোগী পরিকাঠামো তৈরি হয়ে যাবে দিঘায়।"

Advertisment