scorecardresearch

অপসারিত রাজ্যের ডিরেক্টর অফ সিকিউরিটি, নেপথ্যে ওয়াচ টাওয়ার বিতর্ক?

পদ থেকে সরানো হলো রাজ্যের ডিরেক্টর অব সিকিউরিটি অজয় কুমার নন্দকে। তাঁর জায়গায় এলেন বর্তমানে কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল (১) বিনীত কুমার গোয়েল।

mamata banerjee
বাড়তি ডিএ-র জন্য সরকারের বছরে খরচ সাড়ে সাত হাজার কোটি টাকা।

সবেমাত্র গতকাল পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে একটি টুইটে বলা হয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দুটি ওয়াচ টাওয়ার বসানোর খবর সম্পূর্ণ ভুয়ো। এ সম্পর্কিত সমস্ত মিডিয়া রিপোর্ট এবং তথ্যপ্রমাণ উড়িয়ে দিয়ে বলা হয়েছিল, ‘কায়েমি স্বার্থান্বেষী’ কিছু লোক ‘মিথ্যা খবর’ ছড়াচ্ছে। এই সেই টুইট।

আজ এলো নির্দেশ। পদ থেকে সরানো হলো রাজ্যের ডিরেক্টর অব সিকিউরিটি অজয় কুমার নন্দকে। তাঁর জায়গায় এলেন বর্তমানে কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল (১) বিনীত কুমার গোয়েল। গোয়েলের পদে অধিষ্ঠিত হলেন বর্তমান অতিরিক্ত নগরপাল (২) জাভেদ শামিম, এখন শামিমের জায়গায় এলেন নন্দ।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে দুটি ওয়াচ টাওয়ারের জন্য ধার্য ৭৪ লক্ষ টাকা

এই অকস্মাৎ অদলবদলের সঙ্গে ওই টুইটের কোনো সম্পর্ক আছেই, একথা নিশ্চিত করে বলা যায় না, কিন্তু ওয়াচ টাওয়ার বিতর্ক এবং অজয় কুমার নন্দের এই ভাগ্য পরিবর্তন যে একেবারেই সমাপতন, একথাও বলা যায় কি?

প্রসঙ্গত, এ মাসের গোড়াতেই মুখ্যমন্ত্রীর হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ির সামনে দুটি ওয়াচ টাওয়ার তৈরির জন্য টেন্ডার বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্যের পূর্ত দফতর। টেন্ডারের নোটিসে ৯০ দিনের মধ্যে কাজ শেষ করার কথা বলা হয়েছিল। এ কাজের জন্য বরাদ্দ করা হয় ৭৪ লক্ষ চাকা। নোটিসে বলা হয়, “২০১৮-১৯ সালে মুখ্যমন্ত্রীর ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসভবনে দুটি ওয়াচটাওয়ার নির্মাণের কাজ নেওয়া হবে, যে কাজ ৭৪.০২ লক্ষ টাকায় ৯০ দিনের মধ্যে শেষ করতে হবে।”

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: West bengal director security removed following tweet about watchtower at mamata banerjee residence