হাইকোর্টের নির্দেশে এসএসসি-র গ্রুপ ডি নিয়োগেরও তদন্ত করছে সিবিআই। সেই তদন্তেই বহু বেনিয়ম ধরা পড়েছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্তে রাজ্যের বিভিন্ন স্কুলে নিযুক্ত ১,৬৯৮ জনের নিয়োগের ক্ষেত্রে অস্বচ্ছ্বতা সামনে এসেছে। ইতিমধ্যেই এসএসসি এই ১,৬৯৮ জনের নাম, কোন স্কুলে নিয়োগ পেয়েছে তা জানিয়ে তালিকা প্রকাশ করেছে। হাইকোর্টের নির্দেশ ছিল, তালিকা খতিয়ে দেখে ওই চাকরিপ্রার্থীদের নোটিস ধরাতে হবে শিক্ষা দফতরকে। সেইমতো নির্দেশ কার্যকর করতে শুরু করল শিক্ষা দফতর।
গত ২৩ ডিসেম্বর শিক্ষা দফতর একটি নির্দেশিকা জারি করেছে। নোটিস দিতে বলেছেন শিক্ষা দফতরের কমিশনার। সেই নির্দেশিকা জেলার শিক্ষা ইন্সপেক্টর বা ডিআই-দের পাঠানো হয়। সেখানে উল্লেখ, কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক সিবিআই তদন্তে চিহ্নিত গ্রুপ ডি পদে নিয়োগ হওয়া ১,৬৯৮ জন ব্যক্তিকে নোটিস ধরাতে হবে। সেই নোটিসের সঙ্গে আদালতের রায়টিও যুক্ত করে দিতে হবে।
এই নোটিসের এসএসসি-র গ্রুপ ডি-তে ১,৬৯৮ জন নিয়োগপ্রাপ্ত আদালতের সামনে তাঁদের চাকরির বর্তমান অবস্থা এবং নিজেদের কথা জানানোর সুযোগ পাবেন।