/indian-express-bangla/media/media_files/2025/08/01/election-commission-of-india-publishes-draft-electoral-rolls-for-bihar-following-sir-2025-08-01-16-45-54.jpg)
বিরাট সিদ্ধান্ত গ্রহণের পথে কমিশন
Election Commission: রাজ্যে বাড়তে পারে প্রায় ১৪ হাজার ভোটকেন্দ্র, চূড়ান্ত সিদ্ধান্ত সর্বদলীয় বৈঠকের পর।
পশ্চিমবঙ্গে ভোটকেন্দ্রের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে চলেছে। নির্বাচন কমিশনের (ECI) খসড়া তালিকা অনুযায়ী, বর্তমানে রাজ্যে ৮০,৬৮১টি বুথ রয়েছে। এই সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ৯৪,৪৯৭-এ। অর্থাৎ প্রায় ১৩,৮৫৩টি নতুন বুথ যুক্ত হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার (CEO) জানিয়েছেন, বুথ বাড়ানোর প্রস্তাব তৈরি হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ২৯ আগস্ট সর্বদলীয় বৈঠকের পর।
আরও পড়ুন- প্রকৃতির ভয়ঙ্কর রুদ্ররূপ! ভেসে গেল ঘরবাড়ি, দোকানপাট, মৃত্যু...! শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
এই বিষয়ে এক নির্বাচনী আধিকারিক জানান, “এটি এখনও চূড়ান্ত নয়। পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR) বাকি রয়েছে। ভোটারের সংখ্যা বাড়লে বা কমলে তার উপর নির্ভর করেই বুথের সংখ্যা বাড়ানো বা কমানো হবে।” খসড়া তালিকা অনুযায়ী, ১,২৫৩টি বুথ নতুনভাবে সংগঠিত হবে, ৭০৩টি বুথ স্থানান্তরিত হবে এবং ৩৭টি বুথ বাতিল করা হবে।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, কোনও বুথেই ১,২০০-র বেশি ভোটার রাখা যাবে না। যেখানে এর বেশি ভোটার রয়েছে, সেই বুথকে ভেঙে দুটি বুথ করা হবে। ফলে বুথগুলির পুনর্বিন্যাস এবং যুক্তিসঙ্গত পরিবর্তন করা হচ্ছে।
অধিকর্তারা জানিয়েছেন, ২৩ জেলার মধ্যে তিনটি জেলায়—দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা ও মুর্শিদাবাদে—এক হাজারের বেশি বুথ বাড়বে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় ১,৫৫১টি, উত্তর ২৪ পরগনায় ১,৩৯৬টি এবং মুর্শিদাবাদে ১,২৫১টি বুথ বৃদ্ধি পাবে। অন্যদিকে, সবথেকে কম বুথ বাড়বে কালিম্পং জেলায়, মাত্র ১৬টি। দক্ষিণ ও উত্তর কলকাতা মিলে বাড়বে মাত্র ২৬টি বুথ।
চূড়ান্ত সিদ্ধান্তের আগে সর্বদলীয় বৈঠকে সব রাজনৈতিক দলের মতামত শোনা হবে। তারপর তালিকা পাঠানো হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে। কমিশন যদি এসআইআর চালু করে, তবে নতুন বুথগুলিতে বুথ লেভেল অফিসার (BLO) নিয়োগ করাও বাধ্যতামূলক হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের এক আধিকারিক।