গত চারদিনে রাজ্যে চারগুণ বেড়েছে করোনার সংক্রমণ। বেড়ে চলা সংক্রমণে লাগাম পরাতে ফের একবার কড়া বিধি-নিষেধের পথে হাঁটল রাজ্য সরকার। আগামিকাল থেকেই জারি হচ্ছে অনির্দিষ্টকালীন এই বিধি-নিষেধ। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্যসচিব।
কাল থেকে কি কি বিধি-নিষেধ জারি হল? কোথায় নিয়ন্ত্রণ? দেখে নিন একনজরে
*রাজ্যের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ। প্রশাসনিক কাজ চলবে ৫০ শতাংশ কর্মী নিয়ে।
*সব সরকারি-বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চলবে। ওয়ার্ক ফ্রম হোম-এ প্রসেসে উৎসাহ দিতে হবে।
*কাল থেকেই বন্ধ সুইমিং পুল, স্পা, বিউটি পার্লার, সেলুন।
*সব চিড়িয়াখানা, বিনোদন পার্ক, পর্যটন কেন্দ্র বন্ধ।
*শপিং মল, মার্কেট কমপ্লেক্স রাত ১০টা পর্যন্ত ৫০ শতাংশ ক্রেতা নিয়ে খুলে রাখা যাবে।
*রেস্তোরাঁ, পানশালা ৫০ শতাংশ ক্রেতা নিয়ে রাত ১০টা পর্যন্ত চালু থাকবে।
*দুয়ারে সরকার একমাস পিছোল, ১ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু
*রাত ১০টা পর্যন্ত সিনেমা হল, থিয়েটার ৫০ শতাংশ দর্শক নিয়ে চালু রাখা যাবে।
*সভা ও সেমিনারে সর্বোচ্চ ২০০ জন হাজির থাকতে পারবেন। কোনও প্রেক্ষাগৃহে সভা-বৈঠক হলে ৫০ শতাংশ আসন ভর্তি রাখা যাবে।
*সামাজিক অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জন হাজির থাকতে পারবেন।
*বিয়ের অনুষ্ঠানে ৫০ জনের বেশি হাজিরায় নিষেধাজ্ঞা।
*শেষকৃত্যের কর্মসূচিতে ২০ জনের অধিক থাকতে পারবেন না।
*৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন। সন্ধে সাতটার পর লোকাল ট্রেন বন্ধ।
*৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো।
*রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত গাড়ি চলাচল ও রাস্তায় যাতায়াত নিষিদ্ধ। শুধুমাত্র জরুরি পরিষেবায় ছাড়।