Advertisment

আগামী বছরের ছুটির তালিকা প্রকাশ নবান্নের, অর্ধেকের বেশি ছুটি রবিবার

২০২১ প্রায় শেষ। দোরগোরায় ইরেজি নতুন বছর। সরকারি-বেসরকারি অফিসের কর্মচারীরা শুরু করেছেন ছুটির দিন গোনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Concern over murder of two councilors, strict measures to prevent unrest surrounding Municipal Board formation

পুরবোর্ড গঠন প্রক্রিয়া নির্বিঘ্নে করতে তৎপর রাজ্য।

২০২২ সালের ছুটির তালিকা ঘোষণা করল নবান্ন।

Advertisment

২০২১ প্রায় শেষ। দোরগোরায় ইরেজি নতুন বছর। সরকারি-বেসরকারি অফিসের কর্মচারীরা শুরু করেছেন ছুটির দিন গোনা। কবে কোন ছুটি পড়ছে তা দেখেই হবে আগামী বছরের নানা পরিকল্পনা। রাজ্য সরকারি ছুটির তালিকা অনুযায়ী ২০২২-য়ে কোন ছুটি কবে পড়ল?

২০২২ সালে রাজ্য সরকারি ছুটির তালিকা…

  • ১২ জানুয়ারি ২০২২- স্বামী বিবেকানন্দের জন্মদিন
  • ২৬ জানুয়ারি ২০২২- প্রজাতন্ত্র দিবস
  • ৫ ফেব্রুয়ারি ২০২২- সরস্বতী পুজো
  • ১৪ এপ্রিল ২০২২– আম্বেদকর জয়ন্তী ও মহাবীর জয়ন্তী
  • ১৫ এপ্রিল ২০২২– গুড ফ্রাইডে
  • ৩ মে ২০২২- ইদ
  • ৯ মে ২০২২- রবীন্দ্র জয়ন্তী
  • ১৬ মে ২০২২- বুদ্ধ পূর্ণিমা
  • ৯ অগস্ট ২০২২- মহরম
  • ১৫ অগস্ট ২০২২ – স্বাধীনতা দিবস
  • ৩ – ৫ অক্টোবর – দুর্গাপুজো
  • ২৪ অক্টোবর – কালীপুজো
  • ৮ নভেম্বর – গুরু নানকের জন্মদিন

তবে রাজ্য সরকার প্রকাশিত ছুটির তালিকার বেশ কয়েকটি রবিবার। তাই মন খারাপ সরকারি কর্মীদের। ১৮টির মধ্যে ৯টি ছুটি পড়েছে রবিবার।

কোন কোন ছুটি রবিবার পড়েছে?

  • ২৩ জানুয়ারি ২০২২- প্রজাতন্ত্র দিবস
  • ১০ এপ্রিল ২০২২- হরিচাঁদ ঠাকুরের জন্মদিন
  • ১ মে ২০২২- শ্রমিক দিবস
  • ১০ ২০২২- জুলাই বখরি ইদ
  • ২৫ ২০২২- সেপ্টেম্বর মহালয়া
  • ২ অক্টোবর ২০২২- মহাত্মা গান্ধীর জন্মদিন
  • ৯ অক্টোবর ২০২২- লক্ষ্মীপুজো
  • ৩০ অক্টোবর- ছট পুজো
  • ২৫ ডিসেম্বর ২০২২- বড়দিন

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Government West Bengal Government Nabanna
Advertisment