২০২২ সালের ছুটির তালিকা ঘোষণা করল নবান্ন।
২০২১ প্রায় শেষ। দোরগোরায় ইরেজি নতুন বছর। সরকারি-বেসরকারি অফিসের কর্মচারীরা শুরু করেছেন ছুটির দিন গোনা। কবে কোন ছুটি পড়ছে তা দেখেই হবে আগামী বছরের নানা পরিকল্পনা। রাজ্য সরকারি ছুটির তালিকা অনুযায়ী ২০২২-য়ে কোন ছুটি কবে পড়ল?
২০২২ সালে রাজ্য সরকারি ছুটির তালিকা…
- ১২ জানুয়ারি ২০২২- স্বামী বিবেকানন্দের জন্মদিন
- ২৬ জানুয়ারি ২০২২- প্রজাতন্ত্র দিবস
- ৫ ফেব্রুয়ারি ২০২২- সরস্বতী পুজো
- ১৪ এপ্রিল ২০২২– আম্বেদকর জয়ন্তী ও মহাবীর জয়ন্তী
- ১৫ এপ্রিল ২০২২– গুড ফ্রাইডে
- ৩ মে ২০২২- ইদ
- ৯ মে ২০২২- রবীন্দ্র জয়ন্তী
- ১৬ মে ২০২২- বুদ্ধ পূর্ণিমা
- ৯ অগস্ট ২০২২- মহরম
- ১৫ অগস্ট ২০২২ – স্বাধীনতা দিবস
- ৩ – ৫ অক্টোবর – দুর্গাপুজো
- ২৪ অক্টোবর – কালীপুজো
- ৮ নভেম্বর – গুরু নানকের জন্মদিন
তবে রাজ্য সরকার প্রকাশিত ছুটির তালিকার বেশ কয়েকটি রবিবার। তাই মন খারাপ সরকারি কর্মীদের। ১৮টির মধ্যে ৯টি ছুটি পড়েছে রবিবার।
কোন কোন ছুটি রবিবার পড়েছে?
- ২৩ জানুয়ারি ২০২২- প্রজাতন্ত্র দিবস
- ১০ এপ্রিল ২০২২- হরিচাঁদ ঠাকুরের জন্মদিন
- ১ মে ২০২২- শ্রমিক দিবস
- ১০ ২০২২- জুলাই বখরি ইদ
- ২৫ ২০২২- সেপ্টেম্বর মহালয়া
- ২ অক্টোবর ২০২২- মহাত্মা গান্ধীর জন্মদিন
- ৯ অক্টোবর ২০২২- লক্ষ্মীপুজো
- ৩০ অক্টোবর- ছট পুজো
- ২৫ ডিসেম্বর ২০২২- বড়দিন
ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তে থাকুন