Advertisment

এযাবৎকালে রাজ্যে সবচেয়ে বড় বদলি! বাংলার অধিকাংশ ব্লকেই BDO পদে নতুন মুখ

পুজোর আগে নজিরবিহীন পদক্ষেপ নবান্নের! একসঙ্গে প্রায় ৫০০ WBCS অফিসারের বদলি।

author-image
IE Bangla Web Desk
New Update
Tmc Mamata Banerjee Kolkata Netaji Indoor Stadium Rally

মমতা বন্দ্যোপাধ্যায়।

পুজোর আগে বেনজির পদক্ষেপ নবান্নের। রাজ্য প্রশাসনে সবচেয়ে বড় বদলির সিদ্ধান্ত নিয়ে নিল সরকার। একসঙ্গে বদলি করা হল ৪৭৯ জন ডব্লিউবিসিএস অফিসারকে। এর মধ্যে ৩৬৯ জন ডব্লিউবিসিএস অফিসারকে বিডিও পর্যায়ে বদলি করা হয়েছে। মোটের উপর দুর্গাপুজোর ঠিক আগে আগে গোটা রাজ্যের অধিকাংশ ব্লকের বিডিওদের সরিয়ে নতুন মুখ আনল নবান্ন।

Advertisment

এযাবৎকালে একসঙ্গে এত ডব্লিউবিসিএস অফিসারের বদলি কবে হয়েছে সেকথা মনে করতে পারছেন না অনেকেই। পুজোর ঠিক আগে নজিরবিহীনভাবে রাজ্যের ৪৭৯ ডব্লিউবিসিএস অফিসারের বদলি হল। নবান্ন সূত্রের খবর, এবার যাঁদের বদলি করা হল তাঁদের অনেকেরই এক জায়গায় কাজের মেয়াদ তিন বছর পেরিয়ে গিয়েছে।

জাতীয় নির্বাচন কমিশনের একটি নিয়ম রয়েছে। সেই নিয়ম অনুযায়ী তিন বছর এক জায়গায় থেকে কাজ করা অফিসারদের ভোটের কাজে নিয়োগ করা যাবে না। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আগেভাগে তাই অফিসারদের বদলি প্রক্রিয়া সেরে নিল নবান্ন।

আরও পড়ুন- বাবার মৃত্যুর পর গোটা পৃথিবীটাই যেন বড্ড অচেনা! একটানা শিকলবন্দি ছোট্ট রজনী

সোমবারও প্রায় দেড়শো অফিসারের বদলি নির্দেশ জারি করা হয়েছিল নবান্নের তরফে। তবে মঙ্গলবার সাম্প্রতিক সময়ে রাজ্য প্রশাসনে সবচেয়ে বড় বদলি ঘটাল নবান্ন। একসঙ্গে ৪৭৯ জন ডব্লিউবিসিএস অফিসারের বদলি এখন জোর চর্চায়।

Durgapuja WBCS Officers West Bengal durgapuja 2023 Mamata Banerjee Nabanna
Advertisment