/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/Cv-Ananda-Bose-Belur-Math.jpg)
বেলুড় মঠে রাজ্যপাল সিভি আনন্দ বোস।
বেলুড় মঠে রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার সকালে বেলুড় মঠে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আগামী ১ মে রামকৃষ্ণ মিশনের ১২৫তম প্রতিষ্ঠা দিবস। তার আগে এদিন বেলুড় মঠে গিয়েছিলেন কেরলের কোচির রামৃষ্ণ মিশনের প্রতিনিধিরা। এদিন তাঁদের হাতে বেলুড় মঠের তরফে গঙ্গাজল ভর্তি কলস তুলে দিয়েছেন রাজ্যপাল।
আগামী ১ মে রামকৃষ্ণ মিশনের ১২৫তম প্রতিষ্ঠা দিবস। নানা অনুষ্ঠানের মাধ্যমে ইতিমধ্যেই দেশজুড়ে রামকৃষ্ণ মিশনের ২৬৭টি শাখায় শুরু প্রতিষ্ঠা দিবস উদজাপন কর্মসূচি। শুক্রবার কোচির রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি দল এসেছিল বেলুড় মঠে। বেলুড়ের গঙ্গার জল কলসে ভরে তাঁরা নিয়ে যাচ্ছেন কোচিতে। এদিন গঙ্গাজল ভর্তি সেই কলস কোচির রামকৃষ্ণ মিশনের প্রতিনিধিদের হাতে তুলে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
আরও পড়ুন- পাহাড় কোলের স্নিগ্ধ-শীতল ছোট্ট জনপদ, চোখ মেললেই দেখা যায় সুন্দরী কাঞ্চনজঙ্ঘা
এদিন পরে সংক্ষিপ্ত ভাষণে রাজ্যপালও মানবজাতির কল্যাণে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের দেখানো পথ অনুসরণের বার্তা দিয়েছেন। আগামী ১ মে রামকৃষ্ণ মিশনের ১২৫তম প্রতিষ্ঠা দিবস। রামকৃষ্ণ মিশনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারও বিশ্ববরেণ্য এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে সামিল হয়েছে। ১ মে ২০২২ থেকে শুরু হয়েছে নানা কর্মসূচি।
আরও পড়ুন- চৈত্রের দহনে পুড়ছে বাংলা, তপ্ত বীরভূম আরও গরম করতে সভা শাহের
রামকৃষ্ণ মিশন এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে দেশজুড়ে চলছে সেই কর্মসূচি। আগামী ১ মে ২০২৩ তারিখে শেষ হবে বছরভর ধরে চলা সেই বর্ণাঢ্য আয়োজন।