Advertisment

রাজ্য়পালের হুঁশিয়ারির জের! এই প্রথম ধনকড়ের মুখোমুখি কোনও ডিএম-এসপি

‘‘এই প্রথমবার কোনও জেলার পুলিশ সুপার ও জেলালাশক আমার সঙ্গে দেখা করলেন...নিরপেক্ষ, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন করতেই হবে’’।

author-image
IE Bangla Web Desk
New Update
জগদীপ ধনখড়, Jagdeep Dhankhar

ছবি: টুইটার।

‘‘আগুন নিয়ে খেলবেন না। দার্জিলিঙের পুলিশ সুপার-জেলাশাসক কি ক্য়াডার হিসেবে কাজ করছেন?’’ এ ভাষাতেই সোচ্চার হয়েছিলেন রাজ্য়পাল জগদীপ ধনকড়। রাজ্য়পালের সেই হুঁশিয়ারির পর এই প্রথমবার কোনও জেলার পুলিশ সুপার ও জেলাশাসক ধনকড়ের সঙ্গে আলোচনার টেবিলে বসলেন। সোমবার ৪৫ মিনিট ধরে দার্জিলিঙের এসপি ও ডিএমের সঙ্গে বৈঠক করেন রাজ্য়পাল।

Advertisment

এ প্রসঙ্গে এদিন সংবাদমাধ্য়মে রাজ্য়পাল বলেন, ‘‘এই প্রথমবার কোনও জেলার পুলিশ সুপার ও জেলাশাসক আমার সঙ্গে দেখা করলেন। জনতা যেন নিরাশ না হয়, এজন্য় যতটা কাজ করতে হবে, করব। নিরপেক্ষ, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন হতেই হবে’’।

আরও পড়ুন: ‘সরকার আগুন নিয়ে খেলছে’, পুলিশের রাজনীতিকরণ প্রসঙ্গে কটাক্ষ ধনকড়ের

এরপরই রাজ্য়পালের সতর্কবাণী, ‘‘রাজনৈতিক দলের হয়ে কাজ করতে পারবেন না প্রশাসনিক কর্তারা। রাজনৈতিক কর্মীদের মতো আচরণ করতে পারবেন না তাঁরা’’।

উল্লেখ্য়, এর আগে, বহুবার প্রশাসনিক কর্তাদের বৈঠক ডেকেছেন রাজ্য়পাল। কিন্তু কোনওবারই ধনকড়ের ডাকে বৈঠকে সাড়া দেননি জেলাশাসক, পুলিশ সুপাররা। এ নিয়ে অতীতে বহুবার ক্ষোভ উগরে দিয়েছেন ধনকড়। রাজ্য়ের আইনশৃঙ্খলা ইস্য়ুতে প্রথম থেকেই সোচ্চার হতে দেখা গিয়েছে রাজ্য়পালকে। একাধিক ইস্য়ুতে রাজ্য় সরকারের সঙ্গে সরাসরি দ্বন্দ্ব হয়েছে রাজভবনের। এদিকে, সামনেই একুশের বিধানসভা নির্বাচন। তার আগে এক মাসের জন্য় ধনকড়ের পাহাড় সফর ঘিরে রাজ্য় রাজনীতি সরগরম। সেই আবহে এদিন যেভাবে রাজ্য়পালের সঙ্গে দার্জিলিঙের পুলিশ সুপার ও জেলাশাসক বৈঠক করলেন, তা উল্লেখযোগ্য় বলে মনে করা হচ্ছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Jagdeep Dhankhar
Advertisment