Advertisment

BJP on doctor rape-murder case: 'মমতাকে দেখলে অবাক হবেন কিম জং উন', আরজি কর কাণ্ডে বেনজির তোপ বিজেপির

আরজি কর কাণ্ডে মমতা সরকারের কড়া আক্রমণের পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও নিশানা করেছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি। কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় প্রেক্ষিপ্তে বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Amit Malviya,Shehzad Poonawalla,Mamata Banerjee,Doctors transfers,Kolkata rape and murder,RG Kar Medical College"

আরজি কর কাণ্ডে মমতা সরকারের কড়া আক্রমণের পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও নিশানা করেছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি।

RG Kar Incident: আরজি কর কাণ্ডে মমতা সরকারের কড়া আক্রমণের পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও নিশানা করেছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি। কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় প্রেক্ষিপ্তে বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেছেন, "সম্প্রতি আমরা বাংলায় একটি ভয়ঙ্কর ধর্ষণ ও খুনের সাক্ষী থেকেছি। সবাই আজ রাস্তায় নেমে ন্যায় বিচার দাবি করছে। আরজি করে যা ঘটেছে তাতে গোটা দেশের মানুষ ক্ষুব্ধ। একই সময়ে, পশ্চিমবঙ্গ সরকার আন্দোলনকে সমর্থন করায় আরজি কর হাসপাতাল থেকে ৪২ জন চিকিৎসককে বদলি করেছে"।

Advertisment

শাহজাদ পুনাওয়ালা এক সংবাদ সম্মেলনে বলেছেন, "ন্যায়বিচার দেওয়ার পরিবর্তে, তৃণমূল সরকার ধর্ষককে বাঁচাতে মরিয়া। তারা স্বৈরাচারের সব সীমা অতিক্রম করেছে। এমনকি কিম জং উন-র মতো বড় স্বৈরাচারী শাসকরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরাচার দেখে লজ্জা পাবেন। গত দুদিনে সোশ্যাল মিডিয়ায় যারাই নির্যাতিতার পক্ষে কথা বলেছেন, কলকাতা পুলিশ তাদের টুইটগুলি সরিয়ে দেওয়ার জন্য চিঠি পাঠাচ্ছে"।পুনাওয়ালা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি একটুও নৈতিকতা থাকে, তাহলে তার পদত্যাগ করা উচিত। শেহজাদ পুনাওয়ালা বলেছিলেন, যে অপরাধীদের বাঁচানো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাম ও রামকে নিশানা করছেন তা আসলে তাঁর হিন্দুবিরোধী মানসিকতা।

সিবিআই শুক্রবার আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষকে টানা জেরা করে এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য আজ শনিবার ফের তলব করা হয়। সিবিআই সূত্রে খবর, প্রথম রাউন্ডের জিজ্ঞাসাবাদে প্রাক্তন অধ্যক্ষ ঘোষকে মহিলা চিকিৎসকের মৃত্যুর খবর পাওয়ার পরে তাঁর প্রথম প্রতিক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল।

RG Kar Medical College bjp
Advertisment