Advertisment

দীর্ঘদিন পর খুলল স্কুল, বাঁধভাঙা উচ্ছ্বাস পড়ুয়াদের, খুশি শিক্ষক-শিক্ষিকারাও

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পাশাপাশি আজ থেকে খুলে গিয়েছে বেসরকারি স্কুলও।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Govt aided and Private school reopening

দীর্ঘদিন পর খুলল স্কুল। দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুলে ঢুকছে পড়ুয়ারা। ছবি: অনির্বাণ কর্মকার

দীর্ঘদিন পর আজ থেকে খুলে গেল স্কুল। রাজ্যজুড়ে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পাশাপাশি বেসরকারি স্কুলও খুলে গিয়েছে। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। বহুদিন পর ফের স্কুলে এসে যারপরনাই খুশি ছাত্রছাত্রীরা। খুশি শিক্ষক-শিক্ষিকারাও। বহু স্কুলেই আজ অনন্য উপায়ে স্বাগত জানানো হল ছাত্রছাত্রীদের। কোথাও পড়ুয়াদের ফুল ছড়িয়ে স্কুলে স্বাগত জানালেন শিক্ষক-শিক্ষিকারা। কোথাও আবার স্কুলে ঢোকার মুখে পড়ুয়াদের দেওয়া হল ফুলের তোড়া। সব মিলিয়ে এ এক দারুণ অনুভূতি পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের।

Advertisment
publive-image
দূরত্ব বিধি মেনে চলছে ক্লাস। ছবি: অনির্বাণ কর্মকার

আজ থেকে নবম ও একাদশের ক্লাস শুরু হল সকাল ১০টায়। দশম ও দ্বাদশের ক্লাস শুরু সকাল ১১টায়। ক্লাস শুরুর আধঘণ্টা আগে স্কুলে এসে গিয়েছিলেন ছাত্রছাত্রীরা। তাদেরও আগে স্কুলে হাজির হতে হয়েছে শিক্ষক-শিক্ষিকাদের। রাজ্যের বিভিন্ন স্কুলের পাশাপাশি আজ থেকে খুলে গিয়েছে দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুল। আজ সকাল থেকে স্কুলে ধীরে ধীরে জড়ো হন ছাত্রছাত্রীরা।

publive-image
পড়ুয়াদের স্কুলে স্বাগত জানাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা।

পড়ুয়াদের লাইনে দাঁড় করিয়ে স্কুলে ঢোকানোর বন্দোবস্ত করেছিল কর্তৃপক্ষ। ক্লাসে ঢোকার আগে প্রথমেই ছাত্রছাত্রীদের জন্য ছিল হাত ধোয়ার ব্যবস্থা। তারপর সেই হাত স্যানিটাইজ করার পালা। শারীরিক দূরত্ব মেনে একে একে পড়ুয়ারাও সেই কাজ করলেন। স্কুলে ঢোকার পর থেকে ছাত্রছাত্রীদের করোনা-বিধি সম্পর্কে সচেতন করে চললেন মাস্টারমশাই-দিদিমণিরা। স্কুল চত্বর জুড়ে করোনাবিধি সম্পর্কে সচেতন করে লাগানো রয়েছে একের পর এক পোস্টার। ক্লাসঘরেও কীভাবে বিধি মেনে পড়াশোনা চলবে সেব্যাপারে ছাত্রছাত্রীদের সচেতন করছিলেন শিক্ষক-শিক্ষিকারাও।

দীর্ঘদিন পর ফের বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় আনন্দে আত্মহারা পড়ুয়ারাও। বহু দিন পর ফের স্কুলে এসে উচ্ছ্বাস-উন্মাদনায় ভাসছেন পড়ুয়ারা। তাঁদের কথাতেই ধরা পড়ল সেই ছবি। দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুলর একাদশ শ্রেণির পড়ুয়া পায়েল যাদব। বহুদিন পর স্কুলে এসে দারুণ খুশি তরুণী।

publive-image
স্কুলে ঢোকার আগে হাত স্যানিটাইজিংয়ের বন্দোবস্ত করা হয়েছে।

আরও পড়ুন- রাজ্যজুড়ে শীতের আমেজ, আজ রাত থেকে আরও নামবে পারদ

তাঁর কথায়, 'অনেকদিন পর স্কুলে এসে খুব ভালো লাগছে। স্কুলে দারুণ ব্যবস্থা করা হয়েছে। দূরত্ববিধি মেনে আমাদের স্কুলে ঢোকানো হচ্ছে। স্কুলে ঢোকার আগে স্যানিটাইজিংয়ের বন্দোবস্ত করা হচ্ছে। বন্ধুদের সঙ্গে এতদিন পর দেখা হল। স্যাররা খুব ভালো ব্যবস্থা করেছেন।' স্কুলের এক শিক্ষকের কথায়, 'সরকারি নির্দেশ মেনে স্কুল খুলেছে। আমরাও খুব খুশি। কোভিড-বিধি মেনে স্কুল চলবে। করোনা বিধি সম্পর্কে পড়ুয়াদের বোঝানো হচ্ছে। একশো শতাংশ করোনা বিধি মেনে স্কুল চলবে।'

publive-image
বর্ধমানের একটি স্কুলে ছাত্রীদের হাতে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছেন শিক্ষিকারা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal coronavirus Pandemic school Reopen
Advertisment