Advertisment

আবারও 'সেরার সেরা' বাংলা, যুগান্তকারী সম্মানে ভূষিত পশ্চিমবঙ্গ সরকার!

আবারও সেরার শিরোপা পেল পশ্চিমবঙ্গ সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
admissions to medical courses in yoga started in wb

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আবারও সেরার শিরোপা পেল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের মুকুটে জোড়া পালক। রাজ্যে বস্ত্র শিল্পে যুগান্তকারী উন্নতির স্বীকৃতি স্বরূপ স্কচ অ্যাওয়ার্ড জিতে নিল বাংলা। এছাড়াও বিশেষ সম্মান এসেছে ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগানোর উদ্যোগেও। 'তন্তুজ'-এর হাত ধরে বস্ত্র শিল্পে নজিরবিহীন সফল্যের স্বীকৃতি পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার।

Advertisment

হ্যান্ডলুম ও টেক্সটাইল শিল্পে বেনজির সাফল্য বাংলার। হ্যান্ডলুম শিল্পের উন্নতি সাধনে অন্যদের টেক্কা পশ্চিমবঙ্গ সরকারের। হ্যান্ডলুম শিল্পের উন্নতি সাধনে একদিকে যেমন উৎকর্ষতা বেড়েছে তেমনই এই শিল্পের হাত ধরে কর্মসংস্থানের দিকটিও প্রশংসিত হয়েছে। মঙ্গলবার নবান্নের তরফে জানানো হয়েছে রাজ্য সরকারের 'তন্তুজ'-এর হাত ধরে এসেছে স্টার অফ গভর্ন্যান্স- স্কচ অ্যাওয়ার্ড ইন হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল।

আরও পড়ুন- একাজ কোনও মা করতে পারে? টাকার লোভে সদ্যোজাতকে নিয়ে মহিলার ‘কীর্তি’ চর্চায়!

এরই পাশাপাশি বেকার তরুণ তরুণীদের 'ভবিষ্যৎ ক্রেডিট কার্ড' স্কিমের দরুণ আরও একটি পুরস্কার এসেছে বাংলার ঝুলিতে। এই প্রকল্পের আওতায় রাজ্যের ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে রাজ্য। এই প্রকল্পটিও যথেষ্ট প্রশংসিত হয়েছে। ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে একটি সংবাদমাধ্যম। এই উদ্যোগের জন্যও রাজ্যের ঝুলিতে তাঁদের তরফে এসেছে বিশেষ সম্মান।

Mamata Banerjee West Bengal West Bengal Government skoch award
Advertisment