Advertisment

Mamata Banerjee: কথা রাখলেন মমতা, কৃষকবন্ধু প্রকল্পে ভাতা ১০ হাজার টাকা করল রাজ্য

Mamata Banerjee: কী কী সুবিধা পাবেন কৃষকরা দেখে নিন একনজরে

author-image
IE Bangla Web Desk
New Update
CM Mamata, Vaccination, Bengal

এদিন পৃথক দুটি ক্যান্সার হাসপাতাল গড়ার কথা ঘোষণা করেন তিনি।

Mamata Banerjee: কথা রাখলেন মুখ্যমন্ত্রী। নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রুতি মতো কৃষক বন্ধু প্রকল্পে ভাতা বৃদ্ধি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে এই প্রকল্প নতুন ভাবে সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী কী সুবিধা পাবেন কৃষকরা দেখে নিন একনজরে-

Advertisment
  • ভাতা বৃদ্ধি কৃষক বন্ধু প্রকল্পে।
  • কৃষকদের বার্ধক্য ভাতার পরিমাণ বৃদ্ধি।
  • ৫ হাজারের বদলে এখন কৃষক বন্ধু প্রকল্পে ১০ হাজার টাকা পাবেন চাষিরা।
  • খেতমজুর-বর্গাদাররা পাবেন বছরে ৪ হাজার টাকা।
  • কেন্দ্রীয় প্রকল্পে সব কৃষক টাকা পান না, রাজ্য সরকার সব শ্রেণির কৃষকদের ভাতা দিচ্ছে।
  • ৭০ লক্ষ কৃষককে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে।
  • আরও ২০ লক্ষ কৃষক পাবেন কিষাণ ক্রেডিট কার্ড।
  • আজ থেকেই বর্ধিত ভাতা পাবেন কৃষকরা।
  • কৃষকদের শস্যবিমার টাকা দেয় সরকার।
  • রাজ্যের ৬ জেলায় ৫০ হাজার একর পতিত জমি চাষযোগ্য করা হয়েছে।
  • ইয়াস দুর্গতদের সাহায্য করবে রাজ্য সরকার।
  • দুয়ারে ত্রাণ প্রকল্প চালু করেছে রাজ্য।
  • দেশে ৬ মাস ধরে কৃষক আন্দোলন চলছে, বাংলা এক্ষেত্রে ব্যতিক্রম।
  • কেন্দ্রীয় প্রতিনিধি দল ইয়াস পরিস্থিতি ঘুরে দেখে গেছে, এখনও কিছু দেয়নি।
  • কাল রাত থেকে ১৭৯ মিমি বৃষ্টিপাত হয়েছে, অনেক জায়গায় জল জমে গিয়েছে।
  • মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের মূল্যায়ণ নিয়ে আগামিকাল শিক্ষা দফতর ঘোষণা করবে। জুলাই মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে।
  • ২২টি জেলায় ৯ লক্ষ ৭৮ হাজারের বেশি কৃষককে ২৯০ কোটি টাকার মতো সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে।
Mamata Banerjee Krishak Bandhu Scheme
Advertisment