Advertisment

পুজোয় সুখবর! পেনশন বাড়াল মমতা সরকার

অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সরকারি কর্মীদের বেসিক পেনশন যা ছিল, তার থেকে ২.৫৭ গুণ বাড়ানো হচ্ছে এবার।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal news, পশ্চিমবঙ্গের খবর

পুজোর মুখে পেনশনভোগীদের জন্য সুখবর দিল মমতা সরকার।

পুজোর মুখে রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য সুখবর। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর। জানা যাচ্ছে, ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী পেনশন বাড়ানো হচ্ছে সরকারি কর্মীদের। উল্লেখ্য, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে রাজ্য সরকারি কর্মীদের নতুন বেতন কাঠামো গত সপ্তাহেই ঘোষণা করেছে নবান্ন।

Advertisment

আরও পড়ুন: ‘পুজোতে শোভনদার সঙ্গে এজন্যই মন কষাকষি হয়’

west bengal news, পশ্চিমবঙ্গের খবর অর্থ দফতরের বিজ্ঞপ্তি।

আরও পড়ুন: বৈশাখীকে ‘চরম হেনস্থা-গালিগালাজ’, কলেজে ধুন্ধুমার

ঠিক কী জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে?
অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সরকারি কর্মীদের বেসিক পেনশন যা ছিল, তার থেকে ২.৫৭ গুণ বাড়ানো হচ্ছে এবার। অর্থাৎ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর কারও বেসিক পেনশন ৩৩০২ টাকা থাকলে তা ২.৫৭ গুণ বেড়ে ৮৪৮৬.১৪ টাকা হবে। তা রাউন্ড অফ করে ৮৫০০ টাকা করা হবে। এছাড়াও বলা হয়েছে, পেনশন প্রাপকদের বয়স ৮০ থেকে ৮৫ বছরের মধ্যে হলে বর্ধিত বেসিক পেনশনের উপর আরও ২০ শতাংশ অতিরিক্ত অর্থ মিলবে। বয়স ৮৫ থেকে ৯০ বছরের মধ্যে হলে বর্ধিত বেসিক পেনশনের উপর আরও ৩০ শতাংশ অতিরিক্ত পাবেন সংশ্লিষ্ট অবসরপ্রাপ্ত কর্মী। আর বয়স একশো বছর পেরিয়ে গেলে বর্ধিত পেনশন কাঠামোর উপর অতিরিক্ত ১০০ শতাংশ পেনশন পাবেন তাঁরা।

আরও পড়ুন: বাংলায় হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দিয়ে অনুপ্রবেশকারীদের বেছে বেছে তাড়াব: শাহ

west bengal news, পশ্চিমবঙ্গের খবর অর্থ দফতরের বিজ্ঞপ্তি।

উল্লেখ্য, কয়েকদিন আগেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল প্রভাবিত সরকারি কর্মী সংগঠনের সভায় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “পে কমিশনের প্রথম পর্যায়ের রিপোর্ট পেয়েছি, পে কমিশন যা যা সুপারিশ করবে, তা আমরা মেনে নেব”। শুধু তাই নয়, পয়লা জানুয়ারি থেকে নতুন পে কমিশন কার্যকর করার চেষ্টা করা হবে, এ ব্যাপারেও আশ্বাসবাণী শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

kolkata news Mamata Banerjee
Advertisment