করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর ২ বছর পর রাজ্যে উঠে যাচ্ছে রাত্রিকালীন বিধিনিষেধ। কোভিড বিধিনিষেধ শিথিল করল পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার নয়া নির্দেশিকা জারি করেছে নবান্ন। তাতে বলা হয়েছে, বাংলায় সংক্রমণের হার কমার কারণে নাইট কারফিউ বা নৈশকালীন বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে। আজ, মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত বলবৎ হবে রাজ্যজুড়ে।
কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ১ এপ্রিল থেকে দেশজুড়ে কোভিড বিধিনিষেধ তুলে দেওয়ার কথা জানিয়েছে। তবে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ববিধি মানার পরামর্শ দেওয়া হয়েছিল।
রাজ্যের নির্দেশিকাতেও একই ভাবে মাস্ক-দূরত্ববিধি মেনে চলার কথা বলা হয়েছে। একইসঙ্গে নবান্নের নির্দেশ, সমস্ত সরকারি এবং বেসরকারি সংস্থার অফিসে আগের মতোই কোভিড বিধি মেনে কাজ করতে হবে।
আরও পড়ুন পারদ আরও বাড়বে, বঙ্গে আপাতত নেই কালবৈশাখীর পরিস্থিতি
এর আগে দোলের দিন নৈশ কারফিউ শিথিল করেছিল রাজ্য সরকার। এবার ১ এপ্রিল থেকে নৈশ কারফিউ উঠে যাচ্ছে। এর আগে রাত ১২টা থেকে পরের দিন ভোর পাঁচটা পর্যন্ত নৈশ কারফিউ জারি থাকত রাজ্যে।
উল্লেখ্য, গতকাল স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছিলেন ৩৭ জন। কারও মৃত্যু হয়নি ওই সময়পর্বে। সংক্রমণ অনেকটাই নিম্নমুখী হওয়ায় কোভিড বিধিনিষেধ তুলে দিচ্ছে রাজ্য।