Advertisment

সরকারি কর্মীদের ছুটিতে কাটছাঁট নবান্নের, শনিবার থেকেই 'ওয়ার্ক ফ্রম হোম'

পুজো উপলক্ষে ২ থেকে ৭ অক্টোবর পর্যন্ত রাজ্যের ই-অফিস সার্ভার বন্ধ। সেটা ফের ৮ তারিখ থেকে খুলে দেওয়া হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal govt workers puja leave has been reduced by nabanna work from home from Saturday

রাজ্য সরকারি কর্মীরা।

রাজ্য সরকারি দফতরের কর্মীদের পুজোর ছুটি ১১ অক্টোবর পর্যন্ত। ফের অফিস চালু হওয়ার কথা ১২ তারিখ থেকে। কিন্তু, নবান্নের নির্দেশে সেই পুজোর ছুটি কাটছাঁট হচ্ছে। অনলাইনে ফাইল পাস করানোর তাগিদে ৮ অক্টোবর থেকেই কাজ করতে হবে রাজ্য সরকারের কর্মীদের। তবে অফিসে গিয়ে নয়, বাড়িতে বসেই অনলাইনেই কাজ করতে পারবেন সরকারি কর্মীরা।

Advertisment

পুজো উপলক্ষে ২ থেকে ৭ অক্টোবর পর্যন্ত রাজ্যের ই-অফিস সার্ভার বন্ধ। সেটা ফের ৮ তারিখ থেকে খুলে দেওয়া হবে। ফলে কাজের ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না।

করোনা পরিস্থিতির সময় বেশিরভাগ বেসরকারি সংস্থার কাজ হয়েছে বাড়ি থেকেই। সরকারি দফতরের কর্মীরাও 'ওয়ার্ক ফ্রম হোম' প্রক্রিয়ায় সামিল হয়েছিলেন। এবারের সরকারি প্রশাসনিক কাজে গতি আনাতে ফের বাড়ি থেকে কাজের প্রক্রিয়া চালির নির্দেশ দিল নবান্ন।

Nabanna West Bengal Mamata Government
Advertisment