West Bengal Higher Secondary Education Board Exam 2024: এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination 2024) চলছে । চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বেনজির রেকর্ড গড়েছে। এ বছর রাজ্যজুড়ে মোট ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। গত বছর সংখ্যাটা ছিল ৮ লক্ষ ৫৩ হাজারের মতো। গত বছরের তুলনায় এবছর কম সংখ্যক পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন।
এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের সব জেলাতেই ছাত্রদের সংখ্যার তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। প্রতিটি জেলায় পরীক্ষার্থীদের সংখ্যায় ছাত্রদের বড়সড় টেক্কা দিয়েছে ছাত্রীরা। এটাই এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নতুন রেকর্ড। উচ্চ মাধ্যমিকে ছাত্রীদের এমন উপস্থিতি রাজ্য সরকার সাফল্য হিসেবেই দেখছে। এক্ষেত্রে সামাজিকস্তরে একাধিক উৎসাহমূলক কর্মসূচি ছাত্রীদের মধ্যে লেখাপড়া নিয়ে প্রবল উৎসাহ তৈরি হয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের একাংশের। সরকারের তরফেও বিষয়টিকে সাধুবাদ জানানো হচ্ছে।
পরীক্ষা শুরুর আগে শেষবারের মতো বইয়ের পাতায় চোখ। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
পরীক্ষাকেন্দ্রের কাছে একটি বারান্দায় পরীক্ষার্থীরা। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।
আরও পড়ুন- WB HS Exam 2024: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দুরন্ত উদ্যোগ রাজ্যের, জেনে রাখুন
এবছর রাজ্যজুড়ে মোট ২৩৪১টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। পরীক্ষাকেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তায় দুরন্ত পদক্ষেপ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রশ্নফাঁস রুখতেও নেওয়া হয়েছে একগুচ্ছ সতর্কতামূলক ব্যবস্থা। সকাল ৯.৪৫ মিনিট থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ দুপুর ১টায়। পরীক্ষার্থীরা উত্তর লেখার জন্য সময় পাচ্ছেন মোট ৩ ঘণ্টা ১৫ মিনিট।
আরও পড়ুন- Idris Ali Death: প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
এক্সপ্রেস ফটো: পার্থ পাল।
টোটোয় চেপে পরীক্ষাকেন্দ্রের পথে...এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
প্রশ্নফাঁস রুখতে যুগান্তকারী পদক্ষেপ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রত্যেক পরীক্ষার্থীকে প্রশ্নপত্রের উপরে থাকা সিরিয়াল নম্বর উত্তরপত্রে লিখতে হবে। প্রশ্নপত্র থাকবে কিউআর কোড। কোনও পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার চেষ্টা করলেই সেই পরীক্ষার্থী কোন জেলার কোন পরীক্ষাকেন্দ্রের তা চিহ্নিত করতে পারবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। দোষ প্রমাণে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে।