West Bengal Higher Secondary Education Board Exam 2024: উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination) দিচ্ছেন এই তরুণ। পরীক্ষা এখনও শেষ হয়নি। তবে এরই মধ্যে তাঁর বাড়িতে চলে গিয়েছে একটি চিঠি। সেই চিঠিকে কেন্দ্র করেই তরুণ পরীক্ষার্থীর পরিবারে তোলপাড়। কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন ওই পরীক্ষার্থী নিজেও। কী করবেন, কোথায় যাবেন, কিছুই যেন ভেবে উঠতে পারছেন না তিনি। শুধু তিনিই নন, তাঁর পরিবারের আরও এক সদস্যের নামে এমনই চিঠি এসেছে।
এক চিঠিতেই বাতিল আধার (Aadhaar)। এবার আধার কার্ড নিষ্ক্রিয় (Aadhaar Deactivation) হওয়ার চিঠি গেল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে (Kakdwip)। কাকদ্বীপের প্রতাপাদিত্যনগর, রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক বাসিন্দা আধার নিষ্ক্রিয় হওয়ার চিঠি পেয়েছেন বলে দাবি করেছেন। এই চিঠি আসার পর থেকে ঘোর আশঙ্কায় ভুগছেন এলাকার ওই বাসিন্দারা।
প্রতাপাদিত্যনগর পঞ্চায়েতের দক্ষিণ গোবিন্দপুর উত্তর অংশ গ্রামের দাস পরিবার। এই পরিবারের তিন সদস্যের মধ্যে দু'জনের আধার কার্ড বাতিল হওয়ার চিঠি পৌঁছেছে। এর মধ্যে উচ্চ মাধ্যমিকের এক পরীক্ষার্থীও রয়েছেন। সেই চিঠি হাতে পাওয়ার পর কী করবেন তা বুঝেই উঠতে পারছেন না দাস পরিবারের সদস্যরা।
আরও পড়ুন- DRDO: ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন পূরণ! ইস্পাতকঠিন জেদে পাহাড়চুম্বী সাফল্য দিনমজুরের ছেলের
ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী জয়দেব দাসের মা চম্পা দাস বলেন, "হঠাৎ করে চিঠি এসে গেল। কী করব এখন? এখন ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। আধার কার্ড নিয়ে খুব সমস্যায় পড়ে গেলাম। এটা দ্রুত সংশোধন করা হোক।"
অন্যদিকে আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার চিঠি পেয়ে ঘোর আশঙ্কায় ভুগছেন এবছরের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী জয়দতেব দাস নিজেও। তিনি এদিন বলেন, "কয়েকদিন আগেই চিঠি এসেছে। আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার চিঠি পেয়েছি। আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পরবর্তী সময়ে কলেজে ভর্তির সময় আধার কার্ড লাগবে। কী করব জানি না। ব্যাঙ্ক থেকে টাকাও তুলতে পারছি না।"