Advertisment

West Bengal HS Result 2024: মেয়েদের মধ্যে রাজ্যে প্রথম স্নেহা! সেরা দশে বোন সোহা, যমজ কন্যার পরের লক্ষ্য জানেন?

WB HS Result 2024: উচ্চ মাধ্যমিকে এবার জয়জয়কার হুগলি জেলার। প্রথমে দশের মধ্যে প্রায় ১৩ জন জায়গা করে নিয়েছে মেরিট লিস্টে। হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছে উচ্চ মাধ্যমিকের সাফল্যের খবর। এবার ৬৯ দিনের মধ্যে ফল প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পাশের হারে পূর্ব মেদিনীপুর এগিয়ে থাকলেও এবার হুগলি জেলা ছিনিয়ে নিয়েছে মেধাতালিকার অনেকটা অংশ।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
WB HS Result 2024: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তাকলাগানো ফল হুগলির ছাত্রছাত্রীদের

West Bengal HS Result 2024: উচ্চ মাধ্যমিকের দুই কৃতী কন্যার বাড়িতে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।

West Bengal 12th Result 2024: উচ্চ মাধ্যমিকের ফলাফলে (WB HS Result 2024) বাজিমাত হুগলির (Hooghly)! মেধা তালিকায় প্রথম ১০ জনের মধ্যে হুগলির ছাত্রছাত্রীদের সংখ্যা ১৩। এবারের উচ্চ মাধ্যমিকে তাকলাগানো ফল হুগলির যমজ বোনেদের। স্নেহা ঘোষ (Sneha Ghosh) ও সোহা ঘোষ (Soha Ghosh) দু'জনেই উচ্চমাধ্যমিকে এবার প্রথম দশে আছে। দু'জনেই চন্দননগর কৃষ্ণভামিনী নারী শিক্ষামন্দির স্কুলের ছাত্রী।

Advertisment

ছোট থেকেই মেধাবী এই দুই বোন। দুই বোনই যেন একে অপরের পরিপূরক। এই স্নেহা আর সোহা পড়াশোনাও করেন 'পাল্লা' দিয়ে। এবার উচ্চ মাধ্যমিকে ৪৯৩ নম্বর পেয়ে মেয়েদের মধ্যে রাজ্যে প্রথম এবং সবার মধ্যে চতুর্থ হয়েছেন স্নেহা। ৪৮৭ নম্বর পেয়ে দশম স্থান দখল করেছেন স্নেহার বোন সোহা।

স্নেহা আর সোহার বাবা সঞ্জীব ঘোষ বেসরকারি সংস্থায় কর্মরত। মা অপর্ণা ঘর সামলান। তাঁরা জানালেন, ছোট থেকেই পড়াশোনা ভালবাসে তাঁদের দুই কন্যা। ক্লাসেও ভাল ফলই করে দু'জন। উচ্চ মাধ্যমিকেও তাঁরা ভালো ফল করবেন, এমন আশা করেছিলেন অভিভাবকরা। তবে দুই কন্যাই যে মেধাতালিকায় জায়গা করে নেবেন এতটা ভাবেননি তাঁরা।

আরও পড়ুন- WB HS Result 2024: উচ্চ মাধ্যমিকে হুগলি জেলার জয়জয়কার! মেধাতালিকায় স্থান মোট ১৩ জনের…

স্নেহার কথায়, "নিজের নামটা শুনেছি, কিন্তু অপেক্ষায় ছিলাম ওঁর নামটা বলবে তো। শেষ পর্যন্ত ওঁর নামটা শুনে তারপর শান্তি পেলাম। ততক্ষণে অনেক ফোন এসেছে। কারও ফোনই ধরিনি।" সোহা বললেন, "আসলে এক সঙ্গেই আমরা পড়াশোনা করি। দু'জনেই দু'জনের স্ট্রং পয়েন্টগুলি জানি। সেভাবেই এগিয়েছি আগাগোড়া।" দুই বোনই জানালেন এবার তাঁরা অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে চান। গবেষণা করতে চান। বুধবার রাতে হুগলির BJP প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) স্নেহা-সোহাদের চন্দননগরের শ্রীকুঞ্জ বাড়িতে পৌঁছে যান মিষ্টি ও ফুলের স্তবক নিয়ে।

আরও পড়ুন- Kolkata Weather Today: তুমুল ঝড়-বৃষ্টির জোরালো দাপট আজও! কোন কোন জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী?

দুই মেধাবী ছাত্রীকে পাশে বসিয়ে অভিনন্দন জানিয়ে মিষ্টি খাওয়ান। তাঁদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন লকেট। প্রায় মিনিট দশেক তিনি ছিলেন সেখানে। আজ স্থানীয় বিধায়ক ইন্দ্রনীল সেনও আসতে পারেন স্নেহাদের বাড়িতে।

HS result Hooghly WB HS Result 2024 West Bengal
Advertisment