/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/Howrah-Bridge-1.jpg)
সুর চড়িয়েও উধাও ঠান্ডা, বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়।
আজ ফিরছেন মমতা
টানা ক'দিনের বিদেশ সফর সেরে আজই রাজ্যে ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেনের মাদ্রিদ, বার্সেলোনার পর শেষে দুবাইয়েও শিল্পপতিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে লগ্নি টানাই তাঁর এই সফরের মূল উদ্দেশ্য ছিল। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, নিজের লক্ষ্যে অনেকটাই সফল মুখ্যমন্ত্রী। তবে বাস্তবিক পরিস্থিতি বুঝতে গেলে সময় আরও লাগবে।
ইসরোর নজর বিক্রম ও প্রজ্ঞানে
চাঁদে এখন দিন। এদিকে চাঁদের বুকে ঘুমিয়ে পড়া চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানকে ফের সক্রিয় করার কাজ চালিয়ে যাচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। গতকাল সেই কাজ চালালেও এখনও সাড়া দেয়নি বিক্রম বা প্রজ্ঞানের কেউই। তবে ইসরোর তরফে হাল ছাড়া হচ্ছে না। শনিবারও সেই চেষ্টা জারি থাকবে।
আরও পড়ুন- বিকেলে বাংলা ছেড়ে রাতেই পৌঁছোন পাটনায়! তুফানি বন্দে ভারত ছাড়ছে কবে কবে?
আজও চলবে বৃষ্টি
বৃষ্টির হাত থেকে নিস্তার নেই উইকেন্ডেও। আজও হালকা-মাঝারি বৃষ্টির পরিস্থিতি রয়েছে রাজ্যের জেলায় জেলায়। আজ শনিবার তো বটেই এমনকী আগামিকালও বৃষ্টির হাত থেকে নিস্তার নেই। সামনেই পুজো। পুজোর আগের উইকেন্ডের জমাটি কেনাকাটায় জল ঢালতে কোমর বেঁধে তৈরি অসুর-রূপী বৃষ্টি। পুজোর বাজারে বেরোলে সঙ্গে ছাতা-রেনকোট রাখতে ভুলবেন না।