Advertisment

West Bengal news today live updates: মাহেশের রথযাত্রায় উপস্থিত মুখ্যমন্ত্রী

West Bengal news today live updates: আজকের দিনে রথে চড়ে সুভদ্রা এবং বলরামকে সঙ্গে নিয়ে মাসির বাড়ি রওনা দেবেন জগন্নাথ। এই রথযাত্রাকে ঘিরেই গোটা দেশে সাজ সাজ রব। পুরী থেকে কলকাতা, হুগলী জুড়ে পালিত হচ্ছে রথযাত্রা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

West Bengal news today live updates: রথযাত্রায় মমতা

West Bengal news today live updates: আজ রথযাত্রা। আজকের দিনে রথে চড়ে সুভদ্রা এবং বলরামকে সঙ্গে নিয়ে মাসির বাড়ি রওনা দেবেন জগন্নাথ। এই রথযাত্রাকে ঘিরেই গোটা দেশে সাজ সাজ রব। পুরী থেকে কলকাতা, হুগলী জুড়ে পালিত হচ্ছে রথযাত্রা। উৎসবে সামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রথমে ইসকনের যান তিনি। গত কয়েক বছর ধরেই কলকাতায় ইসকনের রথযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, এই প্রথম মাহেশের রথযাত্রায় উপস্থিত থাকবেন তিনি।

Advertisment

অন্যদিকে, ফের অশান্ত এনআরএস। এনআরএস ডাক্তার নিগ্রহকাণ্ডে সোমবার পাঁচ অভিযুক্তের জামিন মেলার পর ফের আন্দোলনের হুঁশিয়ারি দিলেন ডাক্তাররা। এমনকি, পাঁচ জন অভিযুক্তের জামিনে পুলিশের গাফিলতি নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন প্রতিবাদী ডাক্তাররা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৭ জুন এনআরএসকাণ্ডের তদন্তে গতির আনার নির্দেশ দিলেও কেন সেই তদন্ত এগোল না, মূলত এই প্রশ্নেই সরব হয়েছেন ডাক্তাররা। ১৫ দিনের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার বার্তা দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। বিস্তারিত পড়ুন, ১৫দিন সময় বেঁধে দিয়ে বৃহত্তর আন্দোলনের বার্তা জুনিয়র ডাক্তারদের

এদিকে, পশ্চিমবঙ্গের নাম বদল হওয়ার সম্ভাবনা যে নেই তা বুধবার জানিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত ‘বাংলা’ নাম অনুমোদন করার প্রস্তাব গৃহীত হয়েছে কিনা, তা জানতে চান দলহীন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। প্রশ্নোত্তর পর্বে রাজ্যসভায় এই প্রশ্ন তোলেন সিপিএম থেকে বহিষ্কৃত এই সাংসদ। ঋতব্রতের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, ‘‘এখনও নাম বদলের প্রস্তাব অনুমোদিত হয়নি’’। সবিস্তারে পড়ুন, রাজ্যের ‘বাংলা’ নামে অনুমোদন নেই কেন্দ্রের

Live Blog

West Bengal and Kolkata news today live updates of weather, traffic, train services and airlines, কলকাতার সব খবরের লাইভ আপডেট, Follow the live update here:



























16:06 (IST)04 Jul 19










































শ্রীরামপুরের মাহেশের রথযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়
15:16 (IST)04 Jul 19










































জয় শ্রীরাম না বলায় আক্রান্ত তৃণমূল কর্মী

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ জেলার সিঙ্গারদহ গ্রামের ঘটনা। ‘জয় শ্রীরাম’ না বলায় বিজেপির লোকজন তাদের পাঁচজন কর্মীর উপর হামলা চালানোর অভিযোগ করল তৃণমূল। স্থানীয় সূত্রে খবর, “পাঁচ তৃণমূল কর্মীরা যখন বসে মাছ ধরছিলেন ঠিক সেই সময় স্থানীয় কয়েকজন বিজেপি সমর্থক তাদের গরু চোরের অপবাদ দিয়ে মারধর করতে শুরু করে। পরে বিজেপি সমর্থকেরা তাদের জয় শ্রী রাম বলতে বাধ্য করলে তারা তা বলতে অস্বীকার করে”। বিস্তারিত পড়ুন, ‘জয় শ্রীরাম’ না বলায় পাঁচ তৃণমূল কর্মীকে মারের অভিযোগ

14:21 (IST)04 Jul 19










































শ্রীরামপুরে মাহেশের রথযাত্রায় অংশ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
12:38 (IST)04 Jul 19










































ইসকনের রথযাত্রায় অংশ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নুসরত জাহান

12:24 (IST)04 Jul 19










































ইসকনের রথযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
10:58 (IST)04 Jul 19










































মহুয়া মৈত্র 'টুকলি' করেছেন? কী বলেছেন তৃণমূলের সাংসদ?

কৃষ্ণনগরের নব নির্বাচিত সাংসদ মহুয়া মৈত্র লোকসভায় ‘দাপুটে’ ভাষণ দিয়ে শিরোনামে থেকেছেন বিগত দু’সপ্তাহ। সে ভাষণে তিনি বলেছিলেন দেশ ক্রমশ ফ্য়াসিবাদের দিকে এগিয়ে চলেছে। বিজেপির শাসনকালে দেশ যে ক্রমশ এক বিপজ্জনক পথে চলেছে, সে কথা বলতে গিয়ে মহুয়া সাতটি চিহ্নের উল্লেখ করেছিলেন। তবে সম্প্রতি অভিযোগ উঠেছে ‘আগুন ঝরানো’ সেই ভাষণ নাকি নকল করা হয়েছে। বিস্তারিত পড়ুন, ‘টুকলি করিনি’, দাবি তৃণমূল সাংসদ মহুয়ার

10:01 (IST)04 Jul 19










































রথে ব্যাহত হতে পারে কলকাতার যান চলাচল

" id="lbcontentbody">
09:01 (IST)04 Jul 19










































রথের দিনে ' ছিটেফোঁটা' বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর

publive-image

West Bengal news today live updates: মেট্রো যাত্রীদের জন্য সুখবর। এখন থেকে যাত্রীরা ব্যবহার করতে পারবেন কলকাতা মেট্রোরেলের কর্মীদের শৌচালয়। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানিয়েছেন,” বুধবার থেকে জরুরি কোনো কারণে শৌচালয় ব্যবহার করতে চাইলে কর্মীদের শৌচালয় যাত্রীদেরও ব্যবহার করতে দেওয়া হবে”। বিস্তারিত পড়ুন, সুখবর! কলকাতা মেট্রোর সব স্টেশনে যাত্রীদের জন্য চালু শৌচালয়
bjp tmc Mamata Banerjee west bengal politics Weather Report kolkata traffic police
Advertisment