Advertisment

Kolkata Weather Today: ভাবতেই পারবেন না! তাপপ্রবাহের আরও আগুনে মেজাজে 'সেদ্ধ' হবে বাংলা! স্বস্তির বৃষ্টি কবে?

IMD Weather Forecast Update: একটানা তাপপ্রবাহের গ্রাসে গোটা বাংলা। দক্ষিণবঙ্গের সব জেলার পাশাপাশি তাপপ্রবাহের ভয়াল থাবা উত্তরেও। কলকাতাতেও দুর্বিষহ পরিস্থিতি। বেলা বাড়লেই সূর্যের আগুনে মেজাজে জ্বলে পুড়ে খাক হচ্ছে তিলোত্তমা মহানগরী। শুধু পার্বত্য এলাকার দুই জেলা দার্জিলিং এবং কালিম্পং বাদ দিলে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও তীব্র গরমে ব্যাপক অস্বস্তি। চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে একাধিক জেলায়। এই পরিস্থিতিতে বৃষ্টির পথ চেয়ে রাজ্যবাসী।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather Today: সূর্য আগুন ঝরাচ্ছে কলকাতাতেও। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

IMD Weather Update Today April 27: তাপপ্রবাহের (Heat Wave) গ্রাসে গোটা বাংলা। দক্ষিণবঙ্গের সব জেলার পাশাপাশি উত্তরেও রাক্ষুসে চেহারা গরমের। স্বস্তির বৃষ্টির পথ চেয়ে গোটা বাংলা। তবে বঙ্গবাসীর জন্য এখনই স্বস্তির বার্তা দিতে পারছে না আবহাওয়া দফতর। বরং আগামী কয়েকদিন তাপপ্রবাহের আগুনে রূপ দেখতে পারে রাজ্য। দহনজ্বালা জুড়োতে বৃষ্টি নামবে কবে? সেব্যাপারেও সর্বশেষ যা তথ্য মিলেছে তা নিয়েই রইল আজকের এই ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

সকাল হতেই সূর্যের গনগনে তেজে জ্বলেপুড়ে খাক হতে শুরু করছে গোটা রাজ্য। শহর থেকে জেলা, তাপপ্রবাহের ভয়াল মূর্তিতে নাজেহাল পরিস্থিতি আট থেকে আশির। ছিটেফোঁটা বৃষ্টিরও দেখা নেই। একটানা তাপপ্রবাহের জেরে দুর্বিষহ পরিস্থিতি গোটা বঙ্গে। দক্ষিণবঙ্গের সর্বত্র এই ছবি।

আগামী অন্তত দিন সাতেক এই পরিস্থিতি থেকে মুক্তি নেই। তবে এই পর্বে জ্বলে পুড়ে খাক হচ্ছে উত্তরবঙ্গের (North Bengal) অধিকাংশ জেলাও। যদিও উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দুই জেলা দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পঙে (Kalimpong) ভয়াবহ এই পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছে। ওই দুই জেলাতেই বরং বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও।

আরও পড়ুন- AC Machine: মাত্রাছাড়া গরমে নাভিশ্বাস, এবার স্বস্তির AC-তেও তুমুল সংকট! কারণ জানলে তাজ্জব হবেন!

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ শনিবারেও তাপপ্রবাহ চলবে দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বীরভূম, মালদায়। আজ চরম তাপপ্রবাহের সতর্কতা জারি বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমানে। দক্ষিণবঙ্গের অন্যত্রও তীব্র গরমের ভয়ঙ্কর দাপট থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গেও মালদহ, দুই দিনাজপুরে তীব্র তাপপ্রবাহ (Severe Heat Wave) কোথাও আবার চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। গরমে অস্বস্তি তুঙ্গে উঠতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও।

আরও পড়ুন- Suvendu Adhikari: তৃণমূলকে জঙ্গি সংগঠন ঘোষণার দাবি, শাহাজানগড়ে অস্ত্র উদ্ধারে সরাসরি মমতাকে নিশানা শুভেন্দুর

weather today Weather Forecast West Bengal Weather Forecast Heat Wave Kolkata Weather
Advertisment