/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/PIC_13a9f6.jpg)
Kolkata Weather Today: তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত শহর কলকাতাতেও। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
IMD Weather Update Today April 28: দহনজ্বালায় জ্বলে পুড়ে খাক বাংলা! তাপপ্রবাহের (Heat Wave) করাল গ্রাস থেকে মুক্তি নেই এখনই। আপাতত এই পরিস্থিতিই চলবে আরও বেশ কয়েকদিন। আজ রবিবারেও দক্ষিণবঙ্গের ৭ জেলায় তীব্র তাপপ্রবাহের (Severe Heat Wave) সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি তাপপ্রবাহের থাবা উত্তরেও। আজ উত্তরবঙ্গের ৩টি জেলায় তাপপ্রবাহ চলবে। তবে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়।
আপাতত আগামী ১ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় তাপপ্রবাহের দাপট জারি থাকবে। কোথাও তীব্র তাপপ্রবাহের জেরে নাভিশ্বাস ওঠার জোগাড় হবে, কোথাও আবার টানা তাপপ্রবাহের জেরে আরও নাকাল পরিস্থিতি তৈরি হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার একটানা এই দশায় দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছে। বৃষ্টির পথ চেয়ে গোটা দক্ষিণবঙ্গ।
দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম এবং বাঁকুড়া জেলায় জারি তীব্র তাপপ্রবাহের সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আজ তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। কলকাতা শহরের তাপমাত্রা গতকালই ৪১ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল।
আজও তারই ধারে কাছে তাপমাত্রা থাকবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও শনিবার বর্ধমান, ব্যারাকপুর, ঝাড়গ্রাম শহরে দিনের তাপমাত্রা ৪৩ ডিগ্রির গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। গতকাল শ্রীনিকেতন, কৃষ্ণনগর, আসানসোল, পুরুলিয়া, সিউড়ির তাপমাত্রা ছিল ৪২-এরও বেশি। আপাতত দক্ষিণবঙ্গে আগামী ৭ দিন বৃষ্টির সম্ভাবনা নেই বলেই মনে করছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন- School: অভূতপূর্ব উদ্যোগ স্কুলের, দল বেঁধে জলপান কচিকাঁচাদের, অনবদ্য বন্দোবস্তের প্রশংসা সর্বত্র
তাপপ্রবাহের গ্রাস থেকে রেহাই নেই উত্তরবঙ্গেরও। রবিরার উত্তরবঙ্গের (North Bengal) নীচের দিকের জেলাগুলিতে তাপপ্রবাহের দাপট চলবে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মালদহ ও দুই দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।
একইসঙ্গে গরমে অস্বস্তি তুঙ্গে উঠবে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতেও। তবে রবিবার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling) ও কালিম্পঙের (Kalimpong) পাশাপাশি জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।