IMD Weather Update Today April 29: জ্বালাপোড়া গরমে ছারখার বাংলা! দক্ষিণবঙ্গের সব জেলার পাশাপাশি তাপপ্রবাহের (Heat Wave) থাবা উত্তরেও। একটানা তাপপ্রবাহের গ্রাসে বাংলা। আপাতত এই পরিস্থিতি থেকে মুক্তির আশা বেশ কম। বরং চলতি সপ্তাহে মাত্রাছাড়া গরমে নাভিশ্বাস ওঠার পরিস্থিতি বহাল থাকবে। তবে এরই মধ্যে রয়েছে সুখবরও। যদিও আগেভাগে এব্যাপারে বিশদে কিছু জানাতে চায়নি আবহাওয়া দফতর।
আগুন ঝরাচ্ছে সূর্য, গনগনে রোদে শরীর যেন ঝলসে যাওয়ার জোগাড় প্রায় সর্বত্র। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে একটানা চলছে তাপপ্রবাহ। তাপমাত্রার পারদ হু হু করে চড়ছে। এই পরস্থিতিতে বৃষ্টির পথ চেয়ে বঙ্গবাসীর একটা বড় অংশ। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহে বৃষ্টির (Rainfall) সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঝেঁপে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেই বৃষ্টির হাত ধরেই তাপমাত্রার পারদ নেমে গিয়ে স্বস্তি পেতে পারেন রাজ্যবাসী।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অসহনীয় গরমে দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা দেখে গা শিউরে উঠছে। সোমবারেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহের (Severe Heat Wave) সতর্কতা জারি করা হয়েছে। দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে আজও তীব্র তাপপ্রবাহ চলবে। তবে আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমতে পারে। আগামী ৫ মে থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও এই বৃষ্টি নিয়ে এখনও পর্যন্ত বিস্তারিতভাবে কিছু জানাতে চায়নি আবহাওয়া দফতর।
আরও পড়ুন- Kolkata News: বিধ্বংসী আগুন কলকাতায়! সপ্তাহের প্রথম দিনেই মহানগরীতে বিরাট বিপর্যয়!
কলকাতার ওয়েদার আপডেট…
শহর কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে। রবিবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস। আজও মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪১ ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন- BJP Protests: রাতভর থানায় অবস্থান বিক্ষোভে BJP প্রার্থী, ভোটের আবহে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…
উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling) ও কালিম্পঙে (Kalimpong) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়িতেও। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে কোনও কোনও জেলায়। তবে উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন- School: প্রবল গরমে ‘সেদ্ধ’ শরীর, দাবদাহের কালে খুদে পড়ুয়াদের ফিট রাখতে আশ্চর্য্য উদ্যোগ স্কুলের!