IMD Weather Update Today June 15: উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষা পুরোদস্তুর ব্যাটিং চালালেও দক্ষিণবঙ্গে এখনও অধরা বরুণদেবের কৃপা! দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকা নিয়ে এবার ইঙ্গিতপূর্ণ পূর্বাভাস মিলেছে। কী সেঅই পূর্বাভাস? কবে থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টি? তা নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়ার দাপট।
আজ কলকাতা শহরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গে এমনিতেই ভারী বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক জেলায়। আজও উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এই তিন জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একইভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং এবং কোচবিহারেও। দুই দিনাজপুর ও মালদায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হওয়ার দাপট দেখা যেতে পারে।
আরও পড়ুন- AC Classroom: জ্বালাপোড়া গরম থেকে মুক্তি! এবার সরকারি স্কুলের ক্লাসরুমে AC!
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল অর্থাৎ রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস হয়েছে।। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের শুরুর দিক থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষার প্রবেশ পুরোদমে ঘটে যেতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী ১৮ থেকে ২০ জুনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঢুকে পড়তে পারে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু।
আরও পড়ুন- Premium: প্রতিবন্ধকতাকে থোড়াই কেয়ার! হুইল চেয়ারে বসেই সাফল্যের চূড়ায়, প্রীতমের জার্নি চমকে দেবে!