IMD Weather Update Today June 13: অসহ্য ভ্যাপসা গরমে জেরবার গোটা দক্ষিণবঙ্গ। বুধবার রাতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝেঁপে খানিকক্ষণ বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও বৃহস্পতিবার সকাল থেকে সেই যে কে সেই! দক্ষিণবঙ্গে আর কবে ঢুকবে বর্ষা? অসহনীয় পরিস্থিতি থেকে পরিত্রাণ মিলবে কবে? তা নিয়েই রইল আজকের লেটেস্ট ওয়েদার আপডেট (Weather Update)।
একদিকে বেড়ে চলা তাপমাত্রা অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের জেরে জেরবার গোটা দক্ষিণবঙ্গ। গত ৩১ মে থেকে উত্তরবঙ্গে একই জায়গায় আটকে রয়েছে মৌসুমী বায়ু। উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হলেও দক্ষিণবঙ্গে বরুণদেবের কৃপা এখনও পড়েনি। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী ২০ জুন মৌসুমী অক্ষরেখা কিছুটা হলেও দক্ষিণবঙ্গের দিকে সরতে পারে।
আজ কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস?
বুধবার রাতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে। তার জেরে সাময়িক স্বস্তি মিললেও বৃহস্পতিবার সকাল থেকে ফের ভ্যাপসা গরম দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনাও রয়েছে। শুক্রবারও বাড়তে ঝড়-বৃষ্টি। তবে এই ঝড়-বৃষ্টির জেরে সাময়িক স্বস্তি মিললেও তা দীর্ঘস্থায়ী হবে না।
আরও পড়ুন- Eastern Railway: কল্পনাই করতে পারবেন না! ভ্রমণপিপাসুরা এখবরে খুশিতে ডগমগ হবেনই! অকল্পনীয় উদ্যোগ রেলের!
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতাতেও অসহ্য-ভ্যাপসা গরম অস্বস্তি তুঙ্গে তুলেছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, কলকাতায় এখনই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী ১৬ এবং ১৭ তারিখ কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন- Kolkata Metro: মেট্রোর যাত্রীদের জন্য বাম্পার খবর! ফাটাফাটি পরিষেবা রবিবারেও, জানুন বিশদে
উত্তরবঙ্গের ওয়েদার আপডেট
উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি চলছে। আগামীকাল শুক্রবার থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রায় অধিকাংশ জেলাতেই তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন- Dev: দুরন্ত দেব! ভোটে জেতার দিন কয়েকের মধ্যেই বিরাট ঘোষণায় তোলপাড় ফেললেন অভিনেতা