IMD Weather Forecast Update: জ্বালাপোড়া গরমে সেদ্ধ দক্ষিণবঙ্গ! কবে বৃষ্টি সেই অপেক্ষায় দিন গুনছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। এর মাঝেই বিরাট স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর।
অসহ্য ভ্যাপসা গরমে জেরবার গোটা দক্ষিণবঙ্গ। বুধবারের পর বৃহস্পতিবার রাতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় খানিকক্ষণ বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও শুক্রবার সকাল থেকে সেই যে কে সেই! ভ্যাপসা গরমে নাভিশ্বাস উঠার পরিস্থিতি।
দক্ষিণবঙ্গে আর কবে ঢুকবে বর্ষা? অসহনীয় পরিস্থিতি থেকে পরিত্রাণ মিলবে কবে? তা নিয়েই রইল আজকের লেটেস্ট ওয়েদার আপডেট (Weather Update)।শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় টানা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। তীব্র এই দাবদহের মধ্যেই বৃষ্টির পূর্বভাস দিল হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়ে হাওয়া অফিস। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী এ দিন বিকেলের পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বইবে ঝড়ো হাওয়া। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া।
১৪ জুন থেকে টানা দু-তিনদিন বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এখুনি দক্ষিণবঙ্গে বর্ষা না প্রবেশ করলেও দুটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় হয়েছে। তাঁর প্রভাবেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
আরও পড়ুন : < Indian Railway: নিশ্চিন্তে ঘুমোন ট্রেনে, আর হবে না স্টেশন মিস! সহজ একাজেই ডেকে দেবে…>
একদিকে বেড়ে চলা তাপমাত্রা অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের জেরে জেরবার গোটা দক্ষিণবঙ্গ। গত ৩১ মে থেকে উত্তরবঙ্গে একই জায়গায় আটকে রয়েছে মৌসুমী বায়ু। উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হলেও দক্ষিণবঙ্গে বরুণদেবের কৃপা এখনও পড়েনি। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী ২০ জুন মৌসুমী অক্ষরেখা কিছুটা হলেও দক্ষিণবঙ্গের দিকে সরতে পারে।
আজ কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস?
গতকাল রাতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে। তার জেরে সাময়িক স্বস্তি মিললেও বৃহস্পতিবার সকাল থেকে ফের ভ্যাপসা গরম দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনাও রয়েছে। শুক্রবারও বাড়তে ঝড়-বৃষ্টি। তবে এই ঝড়-বৃষ্টির জেরে সাময়িক স্বস্তি মিললেও তা দীর্ঘস্থায়ী হবে না।
আরও পড়ুন : < Abhishek Banerjee: অভিষেকের ফোন নম্বর ক্লোন করে বিরাট জালিয়াতি, দিল্লি থেকে রূপান্তরকামী-সহ ধৃত ২ >
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতাতেও অসহ্য-ভ্যাপসা গরম অস্বস্তি তুঙ্গে তুলেছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, কলকাতায় এখনই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী ১৬ এবং ১৭ তারিখ কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের ওয়েদার আপডেট
উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি চলছে। আজ শুক্রবার থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রায় অধিকাংশ জেলাতেই তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।