Advertisment

West Bengal news updates today: কাটমানি নিয়ে প্রবল অস্বস্তিতে তৃণমূল, জনরোষে দলের জনপ্রতিনিধিরা

West Bengal news today updates: কাটমানি নেওয়া যাবে না, যারা যারা কাটমানি নিয়েছেন তারা যেন তা অবিলম্বে ফেরত দেন। তৃণমূল সুপ্রিমোর এহেন মন্তব্যর পরই অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় রাজ্যে।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee, Cut Money

কেন প্রকাশ্য়ে কাট মানি ফেরতের কথা বললেন মমতা, দলের নিচু তলায় প্রশ্ন উঠছে তা নিয়েই (ফাইল ছবি)

West Bengal news today updates তৃণমূলে ভাঙ্গন অব্যাহত রেখে যখন বঙ্গে শক্তি বৃদ্ধি করার পথে হাঁটছে বিজেপি, সেই সময় 'কাটমানি' ফেরত দেওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারিতে কার্যত বিড়াম্বনায় ঘাসফুল শিবিরের একাধিক নেতা-নেত্রী এবং জনপ্রতিনিধিরা। সম্প্রতি একাধিকবার দলের প্রতিনিধিদের 'কাটমানি' নেওয়া নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, কাটমানি নেওয়া যাবে না, যারা যারা কাটমানি নিয়েছেন তারা যেন তা অবিলম্বে ফেরত দেন। তৃণমূল সুপ্রিমোর এহেন মন্তব্যর পরই অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় রাজ্যে। জেলায় জেলায় তৃণমূলের জনপ্রতিনিধিদের ঘেরাও করে কাটমানি ফেরতের দাবি জানায় সাধারণ মানুষ, হেনস্থার মুখেও পড়তে হয় ঘাসফুল শিবিরের নেতাদের। এমনকি কাটমানি ফেরত দেওয়ার লিখিত বয়ান জমা দিতে বলা হয় তৃণমূলের নেতাদের।

Advertisment

অন্যদিকে,কাটমানি ইস্যুতে তোলপাড় হয় বিধানসভা। কাটমানির বিষয়ে বিধানসভায় এসে বিবৃতি দিক মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই মর্মে ওয়াক আউট করে বাম-কংগ্রেস বিধায়করা। কাটমানির পাশাপাশি বিরোধী বিধায়কদের দাবি, ভাটপাড়া-কাঁকিনাড়া চত্ত্বরে পুলিশের গুলি চালনা বিষয়েও অবস্থান স্পষ্ট করুন রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন এই দুই ইস্যুতেই ওয়াক আউট করেছেন বাম কংগ্রেস বিধায়করা। তবে ওয়াক আউটে অংশ নেয়নি বিজেপি বিধায়করা।

কাটমানি নিয়ে তৃণমূলের অন্দরে চাপানউতোরের মধ্যেই দলে ফের বিরাট ভাঙন। সোমবার দিল্লিতে দক্ষিণ দিনাজপুরের ১০ জন জেলা পরিষদ সদস্য বিজেপিতে যোগ দেয়। উল্লেখ্য, রাজ্যে এই প্রথম জেলা পরিষদ দখল করতে চলেছে বিজেপি। এদিন পদ্ম পতাকা হাতে তুলে নেন দক্ষিণ দিনাজপুরের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি বিপ্লব মিত্র। আলিপুরদুয়ারের কালচিনির তৃণমূল বিধায়ক উইলসন চম্প্রমারিও এদিন বিজেপিতে যোগ দিয়েছেন। চম্প্রমারির এদিন জানান, তৃণমূলে দুর্নীতি আছে। বিস্তারিত পড়ুন, তৃণমূলে বড় ভাঙন, দক্ষিণ দিনাজপুর জেলাপরিষদ দখলের পথে বিজেপি

Live Blog

West Bengal and Kolkata news today updates  of weather, traffic, train services and airlines, কলকাতা এবং রাজ্যের সব খবরের আপডেট, Follow the updates here:














13:45 (IST)25 Jun 19





















মমতা অভিষেককে কী তোপ দাগলেন সুজন?

বঙ্গ রাজনীতি সরগরম করা ‘কাট মানি’ নিয়ে ‘পিসি ভাইপো’কে সরাসরি তোপ দাগেন সিপিএমের সুজন চক্রবর্তী। তিনি বলেন, “পিসি ভাইপো সাধু আর সবাই অপরাধী হতে পারে না। খোঁজ নিয়ে দেখুন, কাট মানি নিয়ে শাসকদলের লোকেরাই বলছে, যত দোষ আমাদের, আর ওপরে সব সাধু? আমরা ২৫ ভাগ রেখে ৭৫ ভাগ দিয়েছি। আমাদের নির্দেশ ছিল ৭৫ ভাগ দেওয়ার।” এমনকি নারদকান্ড নিয়েও তৃণমূলকে বিদ্ধ করেন সুজন। বলেন, “কিছু কিছু জায়গায় যখন কাট মানি ফেরত দিচ্ছেন কেউ, তখন পার্থবাবু বলছেন দলের ০.০১ শতাংশ ব্যাক্তি কাটমানি নিয়েছেন। সবচেয়ে বড় কথা, এই ০.০১ শতাংশে কী নারদকান্ডে যাঁরা হাত পেতে টাকা নিয়েছিলেন তাঁদের নাম আছে?” বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে, সবাই ‘অপরাধী’, আর ‘পিসি ভাইপো সাধু’? প্রশ্ন সুজনের

13:21 (IST)25 Jun 19





















বাইক বাহিনীর দাপট কমাতে সক্রিয় ট্রাফিক পুলিশ

শহরে বাইকবাহিনীর ওপর রাশ টানতে এবার সক্রিয় হয়ে উঠল কলকাতা পুলিশ। কেবল ট্রাফিক নিয়ম লঙ্ঘনের কারণে সপ্তাহের শেষে শুধু শনি-রবিবারেই আড়াই হাজার বাইকের বিরুদ্ধে ব্যবস্থা নিল কলকাতা পুলিশ। সম্প্রতি অভিনেত্রী হেনস্থাকাণ্ডের পর নড়েচড়ে বসেছে ট্রাফিক পুলিশ। শহরের যেসমস্ত অঞ্চল থেকে সবচেয়ে বেশি ট্রাফিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ ওঠে, সেখানে নিয়মিত টহলদারির ব্যবস্থাও করেছে কলকাতা পুলিশ। তিনজন আরোহী সমেত অথবা হেলমেট ছাড়া বাইক চালানোর জন্য ১২০০ টি বাইকের ওপর জরিমানা বসানো হয়েছে। কিছু বাইক আটকও করা হয়েছে। সবিস্তারে পড়ুন, দু’দিনে কলকাতায় পাকড়াও ২৫০০ বাইক, কেন?

" id="lbcontentbody">
12:55 (IST)25 Jun 19





















বাংলায় জোট বাম কংগ্রেসের?

গত একসপ্তাহ ধরে রণক্ষেত্র ভাটপাড়ায় আজ শান্তি মিছিল করবে বাম কংগ্রেসরা। কংগ্রেসের সোমেন মিত্র, সিপিএমের বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা একযোগে আজ নিহতদের পরিবারের পাশে থাকার বার্তা দিতে চান। এই মর্মেই  বাম কংগ্রেসরা আজ রাস্তায় নামবে তেমনটাই জানানো হয়েছে তাঁদের তরফ থেকে । তবে বাম কংগ্রেসদের এই যৌথ মিছিলকে রাজনৈতিক ভাবেও তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল। তবে কী বাংলায় জোটের পথে যেতে চলেছেন বাম কংগ্রেসরা? বলবে সময়ই।publive-image

12:27 (IST)25 Jun 19





















কাটমানি নিয়ে জনতাকে 'উস্কানি' বিজেপির, দাবি মেয়রের

তৃণমূলের সব জন প্রতিনিধিরাই দুর্নীতিগ্রস্থ এই মর্মে বিজেপি ভুয়ো প্রচার চালাচ্ছে, দাবি করলেন রাজ্যের মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, 'বিজেপি আমাদের বিরুদ্ধে কিছু ভুয়ো খবর ছড়াচ্ছে। আমাদের দলের এক শতাংশ থেকে দুই শতাংশ প্রতিনিধিরা হয়তো এইকাজ করেছে। প্রশাসনের তরফ থেকে এদের বিরুদ্ধে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও হবে।" ইতিমধ্যেই কাটমানি নিয়ে বিজেপির তরফ থেকে একটি প্রচার চালানো হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির যুব মোর্চা দলের সভাপতি দেবজিত সরকার বলেন," আমরা সেই সকল তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি যাবো। কোনও রকম আক্রমণাত্মক ভঙ্গিতে নয় আমরা জনতাদের নিয়ে গিয়ে সেই সব কাটমানি ফেরত চাইবো জনপ্রতিনিধিদের কাছে। আমরা সব ঘটনাটির একটি ভিডিও রেকর্ডও রাখব।" পুলিশের তরফ থেকে জানানো হয় ইতিমধ্যেই তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বহু অভিযোগ দায়ের হয়েছে। এমনকি মালদার তৃণমূল নেতা সুকেশ যাদবের বিরুদ্ধে ১ কোটি টাকা নেওয়ার অভিযোগে তাকে গ্রেফতারও করা হয়েছে।  

10:52 (IST)25 Jun 19





















স্বাভাবিক ছন্দে ফিরছে ভাটপাড়া

গত এক সপ্তাহে তিনটি খুন ঘিরে মৃত্যু ঘিরে যে অশান্ত পরিবেশ তৈরি হয়েছিল ভাটপাড়া-জগদ্দল-কাঁকিনাড়া এলাকার তাঁর রেশ চলেছিল রবিবার অবধি। সপ্তাহ ঘুরতেই একটু একটু করে ছন্দে ফিরতে থাকে ভাটপাড়া। সোমবার সকাল থেকেই সংখ্যায় অল্প হলেও পড়ুয়াদের স্কুলে যেতে দেখা যায়। “এলাকার সমস্ত স্কুল খুলে গিয়েছে, বাস পরিষেবাও স্বাভাবিক হচ্ছে ক্রমশ”, জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। বিস্তারিত পড়ুন, ছন্দে ফিরছে ভাটপাড়া, খুলল স্কুল

" id="lbcontentbody">
10:28 (IST)25 Jun 19





















মুখ ভার থাকবে আকাশের, নেই বৃষ্টির পূর্বাভাস, জানাল আলিপুর আবহাওয়া দফতর

publive-image

10:24 (IST)25 Jun 19





















আজ শহরের কোথায় কখন ব্যাহত হতে পারে যান চলাচল

09:44 (IST)25 Jun 19





















মুখ্যমন্ত্রীর বক্তব্যর পরই হেনস্থার শিকার তৃণমূলের জনপ্রতিনিধিরা

কাটমানি নিয়ে মমতা বন্দোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারিতে এবার হেনস্থার মুখে তৃণমূলের জনপ্রতিনিধিরা। কাটমানি ফেরত দেওয়া নিয়ে দলে তৃণমূল সুপ্রিমোর কড়া মন্তব্যের পর অস্বস্তিজনক পরিস্থিতি তৈরি হয় তৃণমূল দলের অন্দরেই। অন্যদিকে কাটমানি ফেরতের দাবি নিয়ে জেলায় জেলায় জনতার বিক্ষোভের মুখে পড়েন জেলার জনপ্রতিনিধিরা। পুলিশ সূত্রের খবর সোমবার বর্ধমানের মঙ্গলকোটে কাটমানি ফেরতের দাবি নিয়ে জেলার তৃণমূল কংগ্রেসের উপপ্রধান বিনয় চক্রবর্তীর বাড়ি ঘেরাও করে স্থানীয় বাসিন্দারা। এমনকি তাঁর গাড়ি ভাঙচুরও করা হয়। অবশেষে জনরোষ থেকে বাঁচতে তাঁকে আশ্রয় নিতে হয় দলীয় কার্যালয়ে। পুলিশ এবং তৃণমূল দলের অন্দরে দাবি, শুধুমাত্র বর্ধমানেই নয়, হুগলী, উত্তর দিনাজপুর, মালদা, আলিপুরদুয়ার, পশ্চিমমেদিনীপুর সর্বত্রই একই চিত্র ধরা পড়ছে।

West Bengal news today updates  সোমবার দলবদলের মাধ্যমে কার্যত নজিরবিহীনভাবে একটা জেলাপরিষদের ক্ষমতা দখল করার পথে এগোল বিজেপি। গ্রাম পঞ্চায়েত, পৌরসভা বা বিধানসভা স্তরে এই বদল চলছিল ২৩মে-র পর থেকেই। কিন্তু সোমবার দিল্লিতে যেভাবে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের ১৮ জন সদস্যের মধ্যে ১০ জন বিজেপির কাঁধে তুলে নেন তাতে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কপালের ভাঁজ চওড়া হতে বাধ্য। দলবদলের সময় বিজেপি নেতা মুকুল রায় বলেন, “আজ বাংলার রাজনীতিতে ভূমিকম্প হয়েছে… সবিস্তারে পড়ুন, সপ্তম দফায় মমতা সরকারের পতন: মুকুল রায়

সংসদে ফের ঝড় তুললেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরি। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একজন ভাল সেলসম্যান বলে কটাক্ষ করলেন বহরমপুরের সাংসদ। অধীর বলেন, “আমরা হেরে গিয়েছি ঠিকই, কিন্তু আমরা এখনও মানুষের জন্য কাজ করে যাচ্ছি। বিস্তারিত পড়ুন, মোদী একজন সেলসম্যান, সংসদে ফের সরব অধীর

tmc bjp Mamata Banerjee west bengal politics
Advertisment