Kolkata News Updates: কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসূচীর পরিবর্তন নিয়ে শিক্ষাক্ষেত্রে রাজনীতির গন্ধ পাচ্ছেন বিরোধীরা। বিদ্যাসাগর কলেজে বায়োকেমিস্ট্রি সেমিস্টার ২ প্র্যাক্টিকাল পরীক্ষার দিন বদল ঘিরে শুরু হয়েছে চাপানউতোর। ১১, ১২ই জুনের বদলে পরীক্ষা হবে ১৩ এবং ১৪ জুন । তা নিয়ে সরগরম বিরোধীরা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজেপির কর্মী সংগঠনের তরফে বলা হয়েছে, রাজনৈতিক স্বার্থেই পরীক্ষার দিন বদল।কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানান, বিদ্যাসাগর কলেজের পক্ষ থেকে দিন বদল করার আবেদন জানানো হয়, ছাত্রছাত্রীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।"
এদিন সকালে ভয়াবহ আগুন লাগে হাওড়া ব্রিজ সংলগ্ন জগন্নাথ ঘাটে রাসায়নিক গুদামে ভয়াবহ আগুন জগন্নাথ ঘাটের কাছে একটি রাসায়নিক গুদামে। সকালের দিকে বড়বাজার-সহ উত্তর কলকাতার কিছু জায়গায় যান চলাচল মন্থর থাকলেও দমকল এবং কলকাতা পুলিশের তৎপরতায় বর্তমানে নিয়ন্ত্রণে মহানগরের ট্রাফিক পরিস্থিতি। স্বাভাবিক রয়েছে চক্ররেল পরিষেবাও। লালবাজার ট্রাফিক পুলিশ কন্ট্রোল থেকে পাওয়া খবর অনুযায়ী আজ শহরে স্বাভাবিক থাকবে ট্রাফিক পরিষেবা। তবে বিকেল ৫টা নাগাদ আটশো থেকে হাজার জনের একটি মিছিল বের হবে যেটি রফি আহমেদ কিদওয়াই রোড, এজেসি বোস রোড হয়ে পার্ক সার্কাস অবধি যাবে। সেই সময় খানিক ব্যাহত হতে পারে যান চলাচল।
গতকাল তৃণমূল ভবনে হুগলি জেলার নেতাদের নিয়ে বৈঠকে ফের দলের পুরানো সৈনিকদের খুঁজে বেড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে তিনি জানতে চান, সিঙ্গুরে তখন (আন্দোলন চলাকালীন) যাঁরা দলের সঙ্গে ছিলেন, তাঁরা আজ কোথায়? তিনি বলেন, “আমি তাদের ফেরৎ চাই”। হুগলিতে ফলাফল ধরে রাখা দূরের কথা তৃণমূলের সামগ্রিক ফলই যথেষ্ট খারাপ হয়েছে। শুক্রবার তৃণমূল ভবনে হুগলি জেলার সংগঠন নিয়ে চুলচেরা বিশ্লেষণ করলেন তৃণমূল সুপ্রিমো। সবিস্তারে পড়ুন পুরানো সৈনিকরা কোথায়? হুগলির বৈঠকে রণংদেহী মমতা
Live Blog
Kolkata News Updates: Kolkata Latest News, Kolkata News Today কলকাতার সব খবরের আপডেট জানতে দেখুন, follow the updates here:
উত্তরপ্রদেশের আলিগড়ে তিন বছরের শিশুকে হত্যার অভিযোগে গ্রেফতার দুই ব্যক্তির উপর জাতীয় নিরাপত্তা আইন লাগু করা হয়েছে। ইতিমধ্যেই মামলার তদন্তের জন্য উত্তরপ্রদেশ পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করেছে এবং তদন্তের স্বার্থে আগ্রার পরীক্ষা কেন্দ্রে বেশ কিছু ফরেনসিক নমুনা পাঠানো হয়েছে। অভিযোগ, টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত ক্ষোভের বশে শিশুটিকে খুন করে তার দুই হাত কেটে ফেলা হয়। সবিস্তারে পড়ুন, আলিগড় শিশুহত্যায় জাতীয় নিরাপত্তা আইনে বিচার অভিযুক্তদের
আমির খান প্রোডাকশন্সের ছবি 'লাল সিং চড্ডা'-র কাস্টিং শুরু হয়ে গিয়েছে। টলিউডের বিশ্বস্ত সূত্রের খবর, আজ কলকাতায় ওই ছবির কাস্টিং টিম একটি বিশেষ অডিশনের আয়োজন করেছে। বাংলা ছবি ও টেলিপর্দার বেশ কয়েকজন প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীদের এই বিষয়ে যোগাযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দু'টি নাম হল আবির চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ, এমনটাই জানিয়েছে টলিউডের বিশ্বস্ত সূত্র।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিন বাতিল ঘিরে এদিন শিক্ষা মহলে চাপানউতোর তৈরি হয়। বিজেপির তরফ থেকে বলা হয়, "১১ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে আসবেন, সেখান থেকে পদযাত্রা করে তিনি বিদ্যাসাগর কলেজে গিয়ে বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করবেন। সেই কারণেই দিন বদল"। কিন্তু সে সব বক্তব্য নাকচ করে দেয় তৃণমূল এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বলেন, "আমরা এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি। তবে শিক্ষার্থীদেরকে বলব, এই বিষয়টি নিয়ে কোনও রকম জটিলতা তৈরি না করে ধর্না অথবা বিপ্লব না করে পরীক্ষাটি যেন ঠিক করে দেন"।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, কেরালার মতোই এবার বঙ্গেও দেরি করে আসবে বর্ষা। উল্লেখ্য, গত সপ্তাহেই কলকাতায় প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। যার জেরে হাঁসফাঁস গরম থেকে অনেকটাই স্বস্তি পেয়েছেন শহরবাসী। প্রাক বর্ষার বৃষ্টির জেরে কলকাতায় খানিকটা কমেছে সর্বোচ্চ তাপমাত্রার পারদ। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত পড়ুন বাংলায় দেরিতে আসছে বর্ষা
কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিন বাতিল ঘিরে চাপানউতোর। বিদ্যাসাগর কলেজে বায়োকেমিস্ট্রি সেমিস্টার ২ প্র্যাক্টিকাল পরীক্ষার দিন বদল ঘিরে শুরু হয়েছে চাপানউতোর। ১১, ১২ই জুনের বদলে পরীক্ষা হবে ১৩ এবং ১৪ জুন । তা নিয়ে সরগরম বিরোধীরা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজেপির কর্মী সংগঠন রাজনৈতিক স্বার্থেই পরীক্ষার দিন বদল।কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানান, বিদ্যাসাগর কলেজের পক্ষ থেকে দিন বদল করার আবেদন জানানো হয়, ছাত্রছাত্রীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।" তবে বিশ্ববিদ্যালয়ের বিজেপি কর্মী সংগঠনের পক্ষ থেকে বলা হয় ১১ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে আসবেন, সেখান থেকে পদযাত্রা করে তিনি বিদ্যাসাগর কলেজে গিয়ে বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করবেন। সেই কারণেই দিন বদল"।
দুই গোষ্ঠীর সংঘর্ষ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল দুর্গাপুর। পরিস্থিতি শান্ত করতে গিয়ে জনরোষের শিকার হতে হল পুলিশকেই। পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে ক্ষুব্ধ জনতা। পুলিশ বাহিনীকে লক্ষ্য করে বোমাও নিক্ষেপ করা হয়। জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ, ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। শুক্রবার সন্ধেয় নিশানহাট এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ ঘিরে ব্যাপক বোমাবাজি চলে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যায় পুলিশ। সবিস্তারে পড়ুন দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র দুর্গাপুর, পুলিশের উপরও ‘হামলা’
জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে বিকেল সাড়ে পাঁচটায় রথীন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হবে আবৃত্তি এবং শ্রুতি নাটক সন্ধ্যা।
শ্রী অরবিন্দ ভবনে সন্ধ্যে সাড়ে ৬ টায় 'ইন্টিগ্রাল যোগা' অনুষ্ঠান।
গিরিশ মঞ্চে সমীক্ষণ নাট্যগোষ্টীর 'কাঞ্চনমালা' নাটকটি পরিবেশিত হবে সন্ধ্যে সাড়ে ছ'টায়।
গ্যালারি গোল্ডে ৩টে থেকে রাত ৮টা অবধি চলবে পেন্টিং এবং ভাস্কর্যের প্রদর্শনী 'কালার্স অফ হোপ'।
রামকৃষ্ণ বিবেকানন্দ মঠ (হাওড়া) সাড়ে ৫টায় স্বামী অচ্যুতাত্মানন্দ বক্তব্য রাখবেন 'কথামৃত' প্রসঙ্গে।
শুক্রবার রাত আড়াইটে নাগাদ আগুন লাগে বলে খবর। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে দমকলের ২০টি গাড়ি। ঘটনাস্থলে রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।জগন্নাথ ঘাটে যান দমকলের ডিজি। গুদামের পাশেই জনবহুল এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। পাশের ঝুপড়ি থেকে আগুন লাগে বলে মনে করা হচ্ছে। সবিস্তারে পড়ুন জগন্নাথ ঘাটে রাসায়নিক গুদামে ভয়াবহ আগুন