West Bengal HS Result 2025:২০১১-এর পর সর্বোচ্চ পাশের হার! উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে নজিরবিহীন ফল

WB HS Result 2025 Updates: প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারের ফলাফল। ২০১১ সালের পর সর্বোচ্চ পাশের হার। নজিরবিহীন সাফল্য জেলার পড়ুয়াদের।

WB HS Result 2025 Updates: প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারের ফলাফল। ২০১১ সালের পর সর্বোচ্চ পাশের হার। নজিরবিহীন সাফল্য জেলার পড়ুয়াদের।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
West Bengal HS Result 2025,  WBCHSE Result 2025,  WB HS Result 2025 Live,  WBCHSE Class 12 Result 2025  ,West Bengal Higher Secondary Result 2025,  WB Board 12th Result 2025  ,WBCHSE 2025 Results,  HS Result 2025 link  ,WB result.wb.gov.in,  WB HS marksheet download,  West Bengal Board result 2025 live update,পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক ফলাফল ২০২৫,  উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৫ লাইভ  ,WBCHSE ফলাফল ২০২৫  ,পশ্চিমবঙ্গ বোর্ড ১২শ শ্রেণির ফলাফল,  উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে,  result.wb.gov.in রেজাল্ট লিংক,  উচ্চ মাধ্যমিক মার্কশিট ডাউনলোড,  পশ্চিমবঙ্গ এইচএস রেজাল্ট আপডেট,  উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখা যাবে কোথায়,  WB HS ফলাফল লাইভ আপডেট

West Bengal Board result 2025 update: প্রকাশিত উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল।

Kolkata News Updates:উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল প্রকাশিত হল পরীক্ষা শেষের মাত্র ৩৯ দিনের মাথায়। আজ দুপুর দু’টো থেকে ফল দেখা যাবে শুধুমাত্র অনলাইনে। পরীক্ষার্থীরা রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সার্চ করলেই জানতে পারবেন নিজের ফলাফল। চলতি বছরে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার দাঁড়িয়েছে ৯৩.৭২ শতাংশ, যা গতবারের ৯০.৭৯ শতাংশ থেকে উল্লেখযোগ্যভাবে বেশি।

Advertisment

পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ সালের পর এটিই সর্বোচ্চ পাশের হার। জেলাভিত্তিক ফলাফলে দেখা যাচ্ছে, পাশের হারে শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, যেখানে পাশের হার ৯৬.৭২ শতাংশ। দ্বিতীয় স্থানে নদিয়া জেলা, এবং তৃতীয় স্থানে রয়েছে হাওড়া। অন্যদিকে, রাজ্যের রাজধানী কলকাতা পাশের হারে ১২তম স্থানে রয়েছে। এবারের মেধা তালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছেন ৬৯ জন পরীক্ষার্থী, যার মধ্যে তিনজন ছাত্রী। উচ্চ মাধ্যমিকের পরীক্ষার তৃতীয় সেমিস্টারের ফলাফল জানতে গেলে https://result.wb.gov.in টাইপ করুন।

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় সাফল্য দেখিয়েছে রাজ্যের ছাত্রছাত্রীরা। এবারে ফলাফলের নিরিখে শীর্ষস্থান দখল করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা, তার ঠিক পরেই রয়েছে নদীয়া। কলকাতা রয়েছে পাশের হারে দ্বাদশ স্থানে।

Advertisment

আরও পড়ুন- SIR ইস্যুতে দুরন্ত মোড়! কলকাতা হাইকোর্টে মামলা, সরগরম রাজ্য রাজনীতি

মোট পাশের হার পৌঁছেছে ৯৩.৭২ শতাংশে, যা গতবারের ৯০.৭৯ শতাংশের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। সংসদের মতে, এটি ২০১১ সালের পর সর্বোচ্চ সাফল্যের হার।

আরও পড়ুন-Bihar election 2025:‘মেড ইন বিহার’ ও ‘ভোকাল ফর লোকাল’! ভোটের আগে NDA ইস্তেহারে প্রতিশ্রুতির সুনামি!

মেধাতালিকায়ও নজর কেড়েছে পড়ুয়াদের কৃতিত্ব—প্রথম দশে স্থান পেয়েছেন ৬৯ জন পরীক্ষার্থী, যার মধ্যে ৬৬ জন ছাত্র এবং ৩ জন ছাত্রী। উল্লেখযোগ্যভাবে, এদের মধ্যে ৬৮ জনই বিজ্ঞান বিভাগের এবং মাত্র একজন বাণিজ্য বিভাগের পড়ুয়া।

আরও পড়ুন-Illegal immigrants:‘অবৈধভাবে বসবাস’, আমেরিকা ফেরত পাঠাল প্রায় তিন হাজার ভারতীয়কে!

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানিয়েছেন, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া গোটা দেশের মধ্যে প্রথম বাংলায় শুরু হয়েছে। শুরুতে এটি একটি বড় চ্যালেঞ্জ ছিল, কিন্তু দক্ষতার সঙ্গে পুরো প্রক্রিয়া সম্পন্ন করায় এবার এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন।

  • Oct 31, 2025 14:01 IST

    WB HS Semester 3 Result:মেয়েদের মধ্যে প্রথম দীপান্বিতা

    উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষার ফলাফল প্রকাশিত। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন দীপান্বিতা পাল। দীপান্বিতা দৌলতপুর হাই স্কুলের পড়ুয়া। ৯৮.৪ শতাংশ নাম্বার পেয়েছেন তিনি।



  • Oct 31, 2025 13:58 IST

    WB HS Semester 3 Result:দুপুর দুটো থেকে ফল অনলাইনে

    প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর দুটো থেকে শুধুমাত্র অনলাইনে ফলাফল দেখা যাবে।উচ্চ মাধ্যমিকের পরীক্ষার তৃতীয় সেমিস্টারের ফলাফল জানতে গেলে https://result.wb.gov.in টাইপ করুন।



  • Oct 31, 2025 13:56 IST

    West Bengal HS Result 2025:উচ্চমাধ্যমিকে প্রথম স্থানে ২

    প্রকাশিত উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল। মেতালিকায় প্রথম স্থানে রয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের দুই ছাত্র। প্রথম হয়েছেন প্রীতম বল্লভ এবং আদিত্য নারায়ন জানা।



  • Oct 31, 2025 13:54 IST

    West Bengal HS Result 2025:রামকৃষ্ণ মিশনের জয়জয়কার

     উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় এবারও রামকৃষ্ণ মিশনের পড়ুয়াদের জয়জয়কার। মেধাতালিকায় প্রথম দশে থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জনই রামকৃষ্ণ মিশনের পড়ুয়া। ২৪ জন কৃতি পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের, ৩১ জন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়া।



  • Oct 31, 2025 13:53 IST

    West Bengal HS Result 2025:উচ্চ মাধ্যমিকের প্রথম দশে ৬৯

    উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশিত। মেধাতালিকায় প্রথম ১০ এ রয়েছেন ৬৯ জন। তাদের মধ্যে ৬৬ জন ছাত্র এবং তিনজন ছাত্রী।



  • Oct 31, 2025 13:52 IST

    West Bengal HS Result 2025:মার্কশিটের হার্ডকপি মিলবে না

    প্রকাশিত উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল। দুপুর দুটো থেকে ফল দেখা যাবে ওয়েবসাইটে। পরীক্ষার্থীরা নিজেদের প্রাপ্ত নম্বর দেখে নিতে পারবেন। তবে মার্কশিটের কোন হার্ড কপি দেওয়া হবে না।



  • Oct 31, 2025 13:50 IST

    West Bengal HS Result 2025:উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

    সোশ্যাল মিডিয়ায় উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন,"আজ  উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারে সফল সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। তোমাদের বাবা-মা, শিক্ষক-শিক্ষিকাদেরও অভিনন্দন জানাই। দেশের মধ্যে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা হল। এই বিপুল আয়োজন সঠিকভাবে করার জন্য এর সঙ্গে যুক্ত সকলকে আমার ধন্যবাদ জানাই। যারা এবার ভালো ফল করতে পারো নি তাদের বলব, হতাশ না হয়ে চতুর্থ সেমিস্টারে যাতে ভালো ফল হয় তার চেষ্টা করো।"



  • Oct 31, 2025 13:15 IST

    WB News Live Updates:অভিষেকের 'ভার্চুয়াল ক্লাস'

    ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে আগাগোড়া প্রতিবাদে মুখর তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় SIR ইস্যুতে কড়া ভাষায় তোপ দেগেছেন খোদ কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেই।এবার এস আই আর নিয়ে দলের তরফে কী কী করণীয় সে ব্যাপারে বিস্তারিত বার্তা দিতে আজ ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের রাজ্য নেতৃত্বের পাশাপাশি, জেলা, ব্লক স্তরের নেতারা এই ভার্চুয়াল বৈঠকে থাকবেন। দলের প্রধান সেনাপতির বার্তার দিকে তাকিয়ে নেতা-কর্মীরা। 



  • Oct 31, 2025 12:11 IST

    WB News Live:আমেরিকা ফেরল প্রায় তিন হাজার ভারতীয়কে!

    চলতি বছরই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অবৈধভাবে বসবাসকারী ২,৭৯০ জন ভারতীয় নাগরিককে ভারতে ফেরানো হয়েছে। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানান। তিনি বলেন, জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমেরিকার পাশাপাশি ব্রিটেন থেকে অবৈধ ভাবে বসবাসকারী প্রায় শতাধিক ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

    বিস্তারিত পড়ুন- Illegal immigrants:‘অবৈধভাবে বসবাস’, আমেরিকা ফেরত পাঠাল প্রায় তিন হাজার ভারতীয়কে!



  • Oct 31, 2025 12:10 IST

    Kolkata News Live Updates:SIR ইস্যুতে দুরন্ত মোড়!

    ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) নিয়ে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। আবেদনকারী পক্ষের দাবি, এসআইআর চালু করার প্রয়োজনীয়তা এবং এর আইনি ভিত্তি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। বৃহস্পতিবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে'র ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করেছে।

    বিস্তারিত পড়ুন- SIR ইস্যুতে দুরন্ত মোড়! কলকাতা হাইকোর্টে মামলা, সরগরম রাজ্য রাজনীতি



  • Oct 31, 2025 11:17 IST

    ICC Women’s World Cup 2025:ভারতের মহিলা ক্রিকেটের গৌরবগাথা

    বিশ্বকাপ জয়ের একেবারে দোরগোড়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দল। রবিবার দক্ষিণ আফ্রিকাকে হারালেই ইতিহাস গড়বে হরমনপ্রীতদের টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয়ে আত্মবিশ্বাসে উজ্জ্বল ভারত। ১৪০ কোটি ভারতীয় অপেক্ষায়—স্বপ্ন এখন একটাই, হাতে উঠুক প্রথম মহিলা বিশ্বকাপ ট্রফি।

    বিস্তারিত পড়ুন- women’s world cup 2025:‘জেদ, ইচ্ছাশক্তি আর প্রতিজ্ঞা’, এভাবেই গড়ে উঠেছে ভারতের মহিলা ক্রিকেটের গৌরবগাঁথা



  • Oct 31, 2025 11:16 IST

    ICC Women’s World Cup 2025:মাঠে বসে কতজন লিখলেন ভারতের ইতিহাস?

    ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপের (Women’s ODI World Cup 2025) দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া (India vs Australia)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর)  নব্য মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল। তবে আপনারা কি জানেন, স্টেডিয়ামে বসে কতজন এই ইতিহাসের সাক্ষী হলেন? আসুন, সেই সংখ্যাটাই জেনে নেওয়া যাক।

    বিস্তারিত পড়ুন- IND W vs AUS W Semifinal News: উৎসবে মেতেছে দেশ! মাঠে বসে কতজন লিখলেন ভারতের ইতিহাস?



  • Oct 31, 2025 11:15 IST

    ICC Women’s World Cup 2025:জেমাইমা রডরিগেজের অবিশ্বাস্য উত্থান

    অস্ট্রেলিয়াকে হারানোর পর বৃহস্পতিবার মাঠে দাঁড়িয়েই চোখে জল এসে গিয়েছিল জেমাইমা রডরিগেজের। ১৩৪ বলে অপরাজিত ১২৭ রানের দুরন্ত ইনিংস যেন ছিল তাঁর জীবনের সমস্ত লড়াইয়ের প্রতিফলন। সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পরাস্ত করতে তাঁর ব্যাট একাই যথেষ্ট ছিল। ভারতের ঐতিহাসিক জয়ের অন্যতম নায়িকা হয়ে উঠেছেন এই মুম্বই কন্যা। 

    বিস্তারিত পড়ুন- Jemimah Rodrigues:ছোট্ট গলি থেকে বিশ্বমঞ্চে! ১৪০ কোটি ভারতীয়ের গর্ব, মহিলা ক্রিকেট দলে জেমাইমা রডরিগেজের অবিশ্বাস্য উত্থান



  • Oct 31, 2025 11:14 IST

    West Bengal News Live Updates:অভিষেকের ভার্চুয়াল বৈঠক

    ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) নিয়ে শুরু থেকেই সরব তৃণমূল কংগ্রেস। কয়েকদিন আগেই কেন্দ্রের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এসআইআর নিয়ে আরও কার্যকর পদক্ষেপে নামছে তৃণমূল। দলীয় সূত্রে জানা গিয়েছে, আজ বিকেলে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক। এই বৈঠকে রাজ্য, জেলা ও ব্লকস্তরের নেতা-কর্মীরা ছাড়াও উপস্থিত থাকবেন দলের বুথ লেভেল এজেন্টরা (BLA)।

    বিস্তারিত পড়ুন- Abhishek Banerjee:শুরু SIR, তৈরি অভিষেকও! ভার্চুয়াল বৈঠকে দলের নেতাদের 'সুপারটনিক' আজই



  • Oct 31, 2025 10:13 IST

    WB News Live:অভিষেককে যা নয় তাই বলে আক্রমণে শুভেন্দু

    ফের SIR-এর পক্ষে জোরদার সওয়াল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেই সঙ্গে এই ইস্যুতে তৃণমূলের বিরোধিতা করা নিয়েও ফের একবার সুর চড়িয়েছেন নন্দীগ্রামের BJP বিধায়ক। বিশেষ করে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে অভিষেকের চরমবার্তা প্রসঙ্গেও মুখ খুলেছেন শুভেন্দু। এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা।

    বিস্তারিত পড়ুন- Suvendu Adhikari: 'কারবাইডে পাকানো ফল', SIR ইস্যুতে অভিষেককে যা নয় তাই বলে আক্রমণে শুভেন্দু



  • Oct 31, 2025 10:12 IST

    West Bengal News Live Updates:বৃষ্টি কমলেই নামবে ঠান্ডা!

    ঘূর্ণিঝড় ‘মান্থা’ সরাসরি না আঘাত হানলেও তার পরোক্ষ প্রভাবে রাজ্যের নানা প্রান্তে চলছে বৃষ্টির দাপট। আপাতত ঝড়ের শক্তি ক্ষীণ হয়ে ‘সুস্পষ্ট নিম্নচাপ’-এ পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবুও আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়–বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস। প্রশ্ন একটাই—কবে মিলবে স্বস্তি? কবে নামবে শীতের আমেজ?

    বিস্তারিত পড়ুন- West Bengal Weather Forecast today:বৃষ্টি কমলেই নামবে ঠান্ডা! কবে থেকে শীতের আমেজ, জানুন আজকের আপডেটে



  • Oct 31, 2025 10:11 IST

    Kolkata News Live Updates:ফের মেট্রোয় বিভ্রাট!

    শুক্রবার সকালে ফের বিপর্যয় মেট্রো পরিষেবায়। দমদম স্টেশনে প্রযুক্তিগত ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় আপ ও ডাউন দুই দিকের মেট্রো চলাচল। গিরিশ পার্ক থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত ট্রেন চলছিল স্বাভাবিকভাবে, তবে দমদম পর্যন্ত পরিষেবা বন্ধ ছিল। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, টেকনিক্যাল দলের সদস্যরা কাজ শুরু করেন, পরিষেবা দ্রুত স্বাভাবিক হয়েছে।



Breaking news kolkata metro kolkata news