scorecardresearch

আজও দিনভর দফায়-দফায় বৃষ্টি, বিকেল থেকে আরও বাড়বে বর্ষণ

বুধবারের পর আজ বৃহস্পতিবারও দিনভর বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

raining will be going on another 5 days in west bengal weather forecast
এবছরের মতো মা দুগ্গা বিদায় নিলেও বৃষ্টির বিদায় এখনই নয়।

পুজোর মুখে নাছোড় বৃষ্টিতে নাজেহাল দশা। বুধবারের পর আজ বৃহস্পতিবারও দিনভর বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার দিনভর দফায়-দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ, সঙ্গে হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতা ও দুই ২৪ পরগনায় দিনভর হালকা-মাঝারি বৃষ্টি হতে পারে। শুধু এই তিন জেলাই নয়, বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই।

তবে বৃহস্পতিবার বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। এমনিতেই নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল রয়েছে। গত কয়েকদিনই মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞা বলবৎ থাকছে আজও। আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতির জেরে আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন- বাংলার প্রাচীনতম দুর্গাপুজো, যেখানে জাগ্রত দেবী পূরণ করেন ভক্তের মনোবাঞ্ছা

দুর্গাপুজোর বাকি আর মাত্র কয়েকদিন। ঠিক তার আগে এই বৃষ্টিতে পুজোমণ্ডপ তৈরির কাজও দারুণভাবে ব্যাহত হচ্ছে। সমস্যায় পড়ছেন ব্যাবসায়ীরা। এমনিতেই গত দু’বছর করোনার জেরে পুজোর ব্যবসা জমেনি। এবছর করোনার গ্রাস কাটিয়ে ফের স্বাভাবিক ছন্দে ফিরছে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো।

আরও পড়ুন- Ajker Rashifal Bengali, 15 September 2022: সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধান এই রাশির জাতকেরা!

তার আগে কেনাকাটাও জমে উঠেছে। কিন্তু বৃষ্টি সেই কেনা-কাটায় বাদ সাধছে। পুজোর শপিং করতে বেরিয়ে বৃষ্টির জেরে নাকাল হতে হচ্ছে আমজনতাকে। যার সরাসরি প্রভাব পড়ছে ব্যবসায়।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: West bengal kolkata rainfall weather forecast 15 september 2022