শুক্রবার ভোর থেকেই শহর কলকাতা-সহ একাধিক জেলায় ঝেঁপে বৃষ্টি শুরু। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ দিনভর এমনই থাকতে পারে পরিস্থিতি। দক্ষিণবঙ্গের পাশাপাশি মুষলধারে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। পুজোর আগে এমন বৃষ্টিতে মন খারাপ ব্যবসায়ীদের।
পুজোর আর বেশি বাকি নেই। জমে উঠেছে পুজোর বাজার। এরই মধ্যে আকাশের মুখ কালো করে ঝেঁপে বৃষ্টি শুরু জেলায়-জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার গোটা দিন কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি চলবে। শুক্রবার সকাল থেকে বৃষ্টি শুরু কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, দুই ২৪ পরগনা জেলায়। বঙ্গোপসাগরে বিস্তৃত মৌসুমী অক্ষরেখার জেরেই এই বৃষ্টি।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট...
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ শুক্রবার ও আগামিকাল শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জেরে নীচু এলাকায় জল জমে বিপত্তি বাড়তে পারে। তবে আপতত এই বৃষ্টি দফায় দফায় ঠিক কতদিন চলবে সেব্যাপারে স্পষ্ট তথ্য মেলেনি।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর কী?
শুখু দক্ষিণবঙ্গেই নয়। বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। শুক্রবার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পঙের পাশাপাশি কোচবিহার, দুই দিনাজপুর, মালদহের বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল শনিবারও দার্জিলিং, কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়ার আপডেট…
আজ দিনভর কলকাতায় দফায় দফায় বৃষ্টি চলবে। শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরীতে। পুজোর আগের এই বৃষ্টিতে মাথায় হাত ব্যবসায়ীদের। পুজোর আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। তার আগে অসুর রূপে ধেয়ে এসে উইকেন্ডের কেনাকাটাও ভেস্তে দিতে পারে বৃষ্টি।