পুজোর মুখে আবওহাওয়ার খামখেয়ালিপনা জারি। দক্ষিণের গণ্ডি ছেড়ে আজ ঝেঁপে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকেই তাপমাত্রা বাড়ার ইঙ্গিত আবহাওয়া দফতরের। এরই পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বিশ্বকর্মা পুজেরা দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়। দক্ষিণবঙ্গের আবহাওয়ার এই পরিস্থিতি চলবে বড়জোর দিন দু'য়েক। রবিবারই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সপ্তাহের শুরুতেই সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলে ফের এক দফায় দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা।
আরও পড়ুন- শাসকদলের বেশি দায়িত্বশীল হওয়া উচিত, পোস্টার নিয়ে হই-হট্টগোলে বিরক্ত স্পিকার
এদিকে, শনিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিামাণ আরও বাড়বে। সপ্তাহ শেষের এই বৃষ্টিতে রীতিমতো ভোগান্তি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলির বাসিন্দাদের। শনি ও রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। আগামিকালও দিনভর উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই দফায়-দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- পাহাড়চূড়ায় পদে পদে বিপদ, জল-খাবার ছাড়াই বেঁচে ফেরেন রত্নিটিব্বা শৃঙ্গজয়ী চিন্ময় মণ্ডল
দুর্গাপুজোর বাকি আর মাত্র কয়েকটি দিন। এর আগে আবহাওয়ার খামখেয়ালিপনায় মাথায় হাত পুজো উদ্যোক্তাদের। ভরা ভাদ্রের এই বৃষ্টিতে রীতমতো ব্যাহত হচ্ছে মণ্ডপ তৈরির কাজ। শেষ মুহূর্তের এই কাজ কত তাড়াতাড়ি সেরে ফেলা যায় এখন সেদিকেই নজর পুজো কমিটিগুলির।