শনিবারের কয়েক ঘণ্টা বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে শহর কলকাতার বিভিন্ন এলাকা। শনিবারের পর আজ রবিবারেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
শনিবার মাত্র কয়েক ঘণ্টার বিক্ষিপ্ত বৃষ্টিতেই কলকাতা শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও। শনিবারের পর রবিবার ছুটির দিনেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আববহাওয়া দফতরের। তবে দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা বেশি। রবিবার সকালে কলকাতার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দিনভর শহরের বিভিন্ন প্রান্তে এমনই বৃষ্টি চলবে। বৃষ্টির জেরে কমবে তাপমাত্রাও। দুপুরের পর কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দিঘার উপর দিয়ে যাওয়া মৌসুমী অক্ষরেখার জেরে আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা ও হাওড়ায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। একইসঙ্গে এই জেলাগুলিতে বজ্রপাতের আশঙ্কাও বেশি বলে জানানো হয়েছে।
আরও পড়ুন- সমস্যায় মেলে নিস্তার, বহু পরিবারই পুরুষানুক্রমে বিপদে ছুটে আসে নিস্তারিণী মন্দিরে
এবছর গোটা রাজ্যেই বৃষ্টির ঘাটতি রয়েছে। বর্ষার শেষ ভাগে এসে পরপর দুটি নিম্নচাপে বৃষ্টির খরা কাটার আশায় ছিলেন আবহাওয়াবিদরা। যদিও নিম্নচাপের জেরে একটানা বৃষ্টিতেও সেই ঘাটতি পূরণ হয়নি। এরই মধ্যে বেজে গিয়েছে বর্ষার বিদায় ঘণ্টাও। মৌসম ভবন জানিয়েছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এবছর দেশ থেকে বর্ষা বিদায়ের পর্ব শুরু হয়ে যাবে। একে একে সব রাজ্য থেকেই এবছরের মতো বিদায় নেবে বর্ষা।
আরও পড়ুন- Ajker Rashifal Bengali, 28 August 2022: প্রেমে মতবিরোধ মুশকিলে ফেলবে এই রাশির জাতকদের!
পশ্চিমবঙ্গের পাশাপাশি এবছর বৃষ্টির ব্যাপক ঘাটতি রয়ে গিয়েছে উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা ও ছত্তিশগড়ের মতো রাজ্যগুলিতে। এই রাজ্যগুলিতেই দেশের মধ্যে সর্বাধিক পরিমাণে ধান উৎপাদন হয়। তবে বর্ষার বৃষ্টি কম হওয়ায় এবছর এই রাজ্যগুলিতে ধান উৎপাদনে বড়সড় ধাক্কা আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।