ফের এক দফায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। আগামী মঙ্গলবার নাগাদ সেই ঘূর্ণাবর্তটির নিম্নচাপে পরিণত হওযার আশঙ্কা প্রবল। তারই জেরে বুধবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির রেশ থাকবে বেশি। পুজোর মুখে এই বৃষ্টির জেরে মন খারাপ বাঙালির।
আষাঢ়-শ্রাবণের বৃষ্টি ঘাটতি মেটাচ্ছে ভাদ্র? পরপর নিম্নচাপের জেরে রাজ্যে দফায়-দফায় বৃষ্টি চলছে। শনিবার পর্য়ন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলেছে। বৃষ্টি-ভোগান্তির এখানেই শেষ নয়। এই বৃষ্টি এখন চলবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। তারই জেরে আগামী বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী বুধবার দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন- শুধু শৈবপীঠই নয়, সতীপীঠও বক্রেশ্বর, দুর্গাপুজোয় থাকবে এই সব বিশেষ আয়োজন
এছাড়াও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহওয়া দফতর। মৎস্যজীবীদের জন্য ফের একবার সতর্কবার্তা দেওয়া হয়েছে। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হবে। সেই কারণেই ২১ তারিখের পর মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হযেছে।
আরও পড়ুন- Ajker Rashifal Bengali, 18 September 2022: মানসিক চাপ থাকবে এই রাশির জাতকদের! পড়ুন রাশিফল
নিম্নচাপের রেশ শুরু হবে আগামী মঙ্গলবার থেকে। তার আগে আজ রবিবারও একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই ২৪ পরগনা, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহর কলকাতাতেও আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও ভারী বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে।