Advertisment

দুর্গাপুজোর কার্নিভাল: তাকলাগানো আয়োজন রেড রোডে! কতগুলি পুজোকে আমন্ত্রণ? পাস মিলছে কীভাবে?

রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনে তুমুল ব্যস্ততা।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Kolkata Red Road Durga Puja 2023 Carnival

রাত পোহালেই দুর্গাপুজোর কার্নিভাল। সেজে উঠছে কলকাতার রেড রোড। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

Durga Puja Carnival 2023: এবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনে তুমুল ব্যস্ততা। ইউনেস্কোর বিশেষ সম্মান পেয়েছে বাংলার দুর্গাপুজো। স্বাভাবিকভাবেই এবছর পুজো কার্নিভাল আরও বেশি নজরকাড়া করতে চেষ্টায় খামতি রাখতে চায় না নবান্নও। এবারও শহর কলকাতা ছাড়াও লাগোয়া জেলা থেকেও কয়েকটি পুজো কমিটিকে রেড রোডের কার্নিভালে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। শুক্রবার কলকাতার রেড রোডে এবারের দুর্গাপুজোর কার্নিভাল। কতগুলি পুজো কমিটি অংশ নেবে? কীভাবে মিলছে কার্নিভালের পাস? সব নিয়েই এই বিশেষ প্রতিবেদন।

Advertisment

পুজো শেষে এবার কার্নিভাল। আগামিকাল কলকাতার রেড রোডে এবারের দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে। গত কয়েক বছরের মতো এবারও রেড রোডে বর্ণাঢ্য আয়োজন। পায়ের সমস্যার জন্য দীর্ঘদিন ধরে ঘরবন্দিই রয়েছেন মুখ্যমন্ত্রী।

তবে আগামিকাল রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে উপস্থিত থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যেই রেড রোডে তৈরি হয়েছে অস্থায়ী মঞ্চ, গ্যালারি। পুজো কার্নিভালকে কেন্দ্র করে ঢেলে সাজানো হচ্ছে রেড রোডের আশপাশ। রঙিন আলোয় মুড়ে ফেলা হচ্ছে গোটা এলাকা। সব মিলিয়ে আবারও নজরকাড়া একটি কার্নিভাল দেখার অপেক্ষায় বঙ্গবাসী।

publive-image

রেড রোডে তৈরি হচ্ছে অস্থায়ী মঞ্চ। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

কতগুলি পুজো কমিটি কার্নিভালে অংশ নেবে?

জানা গিয়েছে, এবার ১০০টিরও বেশি পুজো কমিটিকে রেড রোডের পুজো কার্নিভালে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। লাগোয়া জেলা থেকেও বেশ কয়েকটি পুজো কলকাতার কার্নিভালে অংশ নিতে যাবে। করোনার জেরে ২০২০ ও ২০২১ সালে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ ছিল। গত বছরেও প্রায় ১০০টি পুজো কমিটি কার্নিভালে অংশ নিয়েছিল। এবারও সংখ্যাটা ধারে কাছেই থাকবে বলে ধারণা করা হচ্ছে।

publive-image

এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

কার্নিভালে অংশ নেওয়ার প্রশাসনিক নিয়ম…

আগামিকাল বিকেল সাড়ে ৪টে থেকে কলকাতার রেড রোডে শুরু দুর্গাপুজোর কার্নিভাল। কার্নিভালে আমন্ত্রিত পুজো কমিটিগুলিকে বেলা ১২টার মধ্যে রেড রোডের আশেপাশে পৌঁছে যেতে বলা হয়েছে। প্রতিটি পুজো কমিটি সর্বাধিক তিনটি ট্রেলার রেড রোডে নিয়ে যেতে পারবে। এক-একটি পুজো কমিটি থেকে সর্বাধিক ৫০ জন কার্নিভালে অংশ নিতে পারবেন।

publive-image

রেড রোডের দু'ধারে তৈরি হয়েছে অস্থায়ী ব্যারিকেড। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

কার্নিভাল দেখার পাস…

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল দেখা ঘিরে চূড়ান্ত উন্মাদনা তৈরি হয়েছে। নজরকাড়া আয়োজন দেখতে পাসের জন্য হাহাকার পড়ে গিয়েছে। এবার কার্নিভাল দেখতে মোটামুটি ১৮ হাজার মানুষের বসার ব্যসস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। যার মধ্যে ১৫ হাজারের বেশি আমন্ত্রণপত্র ইতিমধ্যেই বিলি করা হয়ে গিয়েছে। পুজো উদ্যোক্তাদের একাংশের মধ্যে কার্নিভালের পাস নিয়ে অসন্তোষ রয়েছে। কার্নিভাল দেখতে যে পরিমাণ পাসের চাহিদা রয়েছে, তার চেয়ে অনেক কম সংখ্যক পাস বিলি করা হচ্ছে বলে তাঁদের দাবি।

West Bengal durga puja carnival Red Road Kolkata Durga Puja Carnival 2023
Advertisment