Advertisment

বুধবার মাধ্যমিকের ফল প্রকাশ॥বিজেপি বিধায়ক মৃত্যু তদন্তে গ্রেফতার১॥ল'কলেজে ভর্তি প্রক্রিয়া বন্ধের প্রতিবাদে পথে এসএফআই॥ করোনায় বন্ধ মেট্রোর কাজ

West Bengal, Kolkata Today Latest News Update: আজ রাজ্যের গুরুত্বপূর্ণ খবরগুলি পড়ুন এক এক করে...

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আজ রাজ্যের সেরা খবরগুলি পড়ুন

West Bengal Today News Update: করোনা জট কাটিয়ে বুধবার অর্থাৎ ১৫ জুলাই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল। এদিকে, বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুতে মালদা থেকে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। এবার কলকাতার প্রাচীন দুই সরকারি ল'কলেজে ভর্তি প্রক্রিয়া বাতিলের প্রতিবাদে বিক্ষোভ দেখাল এসএফআই। অন্যদিকে, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সাংবাদিক বৈঠকে বলেন, “রাজ্য পুলিশ মনে করে গলায় ফাঁসের কারণেই মৃত্যু হয়েছে বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের।" আবার করোনার কোপ কলকাতার উন্নয়নে, বন্ধ পাতালরেলের কাজ। আজ রাজ্যের গুরুত্বপূর্ণ খবরগুলি পড়ুন এক এক করে...

Advertisment

দীর্ঘ প্রতীক্ষার পর আগামিকাল মাধ্যমিকের ফল প্রকাশ

Exam madhyamik result 2020

করোনা জট কাটিয়ে বুধবার অর্থাৎ ১৫ জুলাই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল। মঙ্গলবারই একথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

* এর আগে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে জুনেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল।

* বোর্ডের তরফে জানান হয়েছে ভার্চুয়াল প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রকাশ করা হবে মাধ্যমিকের প্রথম থেকে দশম স্থানাধিকারি সফল পরীক্ষার্থীর নাম।

* সকাল দশটার সময় পর্ষদ থেকে প্রকাশিত হবে ফলাফল।

*১০.৩০ থেকে পরীক্ষার্থীরা অনলাইনে তাদের রেজাল্ট দেখতে পারবেন।

*উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ হবে ১৭ জুলাই ।

মাধ্যমিকের ফলাফল দেখবেন কীভাবে? জেনে নিন, পদ্ধতি

রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ খবরগুলি পড়ুন নীচে,

বিধায়কের ময়নাতদন্তের রিপোর্টে বিশ্বাস নেই, সিবিআই-কে তদন্তভার দিক রাজ্য: বিজেপি

bjp party office রাজ্য বিজেপির সদর দফতর। ফাইল চিত্র

হেমতাবাদের বিধায়ক খুন ঘিরে ক্রমশই চাঞ্চল্য ছড়াচ্ছে রাজ্যে। মঙ্গলবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান ময়নাতদন্তের যে রিপোর্ট এসেছে তা দেবেন্দ্রনাথ রায়ের 'আত্মহত্যার' দিকেই ইঙ্গিত করছে। যদিও এই বিবৃতি মানতে নারাজ রাজ্য বিজেপি।

* মঙ্গলবার পদ্ম শিবিরের তরফে জানান হয় মমতা প্রশাসনের এই ময়নাতদন্তে বিশ্বাস করছে না তারা। অবিলম্বে সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দিক রাজ্য এমনটাই জানান হয়েছে।

* বিজেপির জাতীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, "পুলিশ এবং প্রশাসন এই খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে।"

* গেরুয়া শিবিরের নেতা আরও বলেন, "ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। ময়না তদন্তের রিপোর্ট-এ আমাদের ভরসা নেই। রাজ্যকে হয় সিবিআই-এর হাতে তদন্ত ছাড়তে হবে। নয়তো হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে বিচারবিভাগীয় তদন্তের ব্যবস্থা করতে হবে।"

রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ খবরগুলি পড়ুন নীচে,

বিজেপি বিধায়ক মৃত্যু তদন্তে মালদা থেকে গ্রেফতার এক

publive-image

হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর তদন্ত শুরুর পরই মালদা থেকে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে।

* মৃত বিধায়কের পকেট থেকে পাওয়া সুইসাইড নোটে নাম ও ফোন নাম্বার ছিল এই ব্যক্তির, এমনটাই পুলিশ সূত্রে খবর।

* ধৃত নিলয় সংহকে মালদা থেকে রায়গঞ্জে নিয়ে গিয়েছে সিআইডির কর্তারা। জানা গিয়েছে, নিলয় রায়গঞ্জের সমবায় ব্যাংকের চুক্তি ভিত্তিক কর্মী।

* বিধায়ক রহস্যমৃত্যুর ঘটনায় মালদারই চাঁচোলে অপর এক ব্যক্তির খোঁজ করছে সিআইডি। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম মাবুদ আলি।

* মাবুদের খোঁজ মিললেই মৃত্যু রহস্য উন্মোচন হতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ খবরগুলি পড়ুন নীচে,

শহরের দুই ল'কলেজে ভর্তি প্রক্রিয়া বন্ধ , প্রতিবাদে পথে এসএফআই

publive-image বিক্ষোভ এসএফআই-এর

কলকাতার প্রাচীন দুই সরকারি ল'কলেজে ভর্তি প্রক্রিয়া বাতিলের প্রতিবাদে বিক্ষোভ দেখাল এসএফআই। জানান হয়, সুরেন্দ্রনাথ ল কলেজ এবং সাউথ কলকাতা ল কলেজের অনুমোদন বাতিল হয়েছে।

* এসএফআই কলকাতা জেলা কমিটির সভাপতি অর্জুন রায় এই খবর জানান।

* তিনি জানিয়েছেন, অনুমোদন বাতিল হয়ে যাওয়া মানে আগামী দিনে বন্ধ হয়ে যেতে পারে রাজ্যের এই দুই সরকারি কলেজ।

* মঙ্গলবার সুরেন্দ্রনাথ ল' কলেজে ভর্তিপক্রিয়া বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ও অচলাবস্থার বিরুদ্ধে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এসএফআইয়ের সমর্থকরা।

* তাদের দাবি বাংলার প্রাচীন সরকারি দুই কলেজ বন্ধ করা যাবে না।

রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ খবরগুলি পড়ুন নীচে,

দেবেন্দ্রনাথ রায় 'আত্মঘাতী', জানালেন স্বরাষ্ট্রসচিব

publive-image প্রতীকী ছবি

উত্তরবঙ্গের হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মত্যু আত্মহত্যা না খুন তা নিয়ে বিতর্ক চলছে।এরই মধ্যে এদিন রাজ্যের স্বরাষ্ট্র সচিব সাংবাদিক বৈঠকে বলেন, “রাজ্য পুলিশ মনে করে গলায় ফাঁসের কারণেই মৃত্যু হয়েছে বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের। পোষ্ট মর্টেম রিপোর্ট অনুযায়ী পুলিশ তা মনে করছে। তাছাড়া তাঁর জামার পকেটে যে সুইসাইড নোট মিলেছে তাতে দুজনের নাম রয়েছে। তাঁদের খুঁজছে পুলিশ।”

* স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, “গলার ফাঁসেই তাঁর মৃত্যু হয়েছে। রাজ্য পুলিশ অনুমান করছে ঘটনাটি সম্ভবত আত্মহত্যা। গলায় একটানা দাগ। ঘাড়ে কালশিটের দাগ, বা হাতে চাপের ফলে ক্ষতচিহ্ন দেখা গিয়েছে। অন্য কোনও আঘাত নেই। ঘটনার পূর্ণাঙ্গ এবং স্বচ্ছ তদন্ত হবে।”

রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ খবরগুলি পড়ুন নীচে,

করোনা থাবায় বন্ধ পাতালরেলের কাজ

metro, মেট্রো ফাইল ছবি।

করোনার কোপ এবার ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজে। জানা গিয়েছে, ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলাকালীনই কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন একাধিক কর্মী। তাই আপাতত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ।

* মেট্রো সূত্রে খবর প্রথমে মেট্রোর টানেল ইনচার্জের শরীরে কোভিড-১৯ পজেটিভ ধরা পরে। এরপর টানেলে কর্মরত আরও কয়েকজন কর্মীর পরীক্ষা করা হলে তাঁদেরও রিপোর্ট পজেটিভ আসে।

* বাকিদের রিপোর্ট না আসা পর্যন্ত তাই কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

* বৌবাজারে বাড়ি ধসের পর থেকে স্থগিত ছিল ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ। জুন মাস থেকে মাটির নিচে ফের শুরু হয় মেট্রোর কাজ।

* শিয়ালদহের কাছে পৌঁছে গিয়েছে পূর্বমুখী মেট্রোর সুড়ঙ্গ। কিন্তু করোনা থাবায় ফের বন্ধ হল পাতালরেলের প্রসারের কাজ।

রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ খবরগুলি পড়ুন নীচে,

উত্তরবঙ্গজুড়ে বিজেপির বনধ, বিধায়ক মৃত্যুতে রাষ্ট্রপতির দ্বারস্থ বিজয়বর্গীয়রা

publive-image

হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্যমৃত্যুর সিবিআই তদন্তের দাবিতে মঙ্গলবার উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছিল বিজেপি। বনধ সফল করতে এদিন সকাল থেকেই রাস্তায় নামে বিজেপি কর্মীরা।

* সকালে কোচবিহার শহরের বাস টার্মিনাসে বিক্ষোভ দেখান গেরুয়া শিবিরের কর্মীরা। বাস চলাচলে বাধাও দেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামে বিশাল পুলিশ বাহিনী।

* এদিকে, মঙ্গলবার কৈলাশ বিজয়বর্গীয়ের নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। বাংলার আইন-শৃঙ্খলার অবণতি নিয়ে রাষ্ট্রপতিকে এক স্মারকলিপি জমা দেন তাঁরা।

* জলপাইগুড়িতে বনধের প্রভাব সর্বাত্মক। রাস্তায় মানুষের ব্যস্ততা চোখে পড়েনি। ধূপগুড়িতে জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। জেলার বিভিন্ন জায়গায় বিজেপির কর্মী সমর্থকরা বনধের সমর্থনে রাস্তায় নামেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc bjp kolkata metro madhyamik result Murder SFI West Bengal coronavirus
Advertisment