ক্যানিং স্ট্রিটের বহুতলে আগুন

দমকলের সাতটি ইঞ্জিনের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দমকলের সাতটি ইঞ্জিনের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কলকাতার বহুতলে আগুন

ফের কলকাতায় আগ্নকাণ্ড। ক্যানিং স্ট্রিটের বহুতলে প্লাস্টিকের গুদামে রবিবার সকালে আগুন লেগে যায়। পরে সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পরে দমকলের সাতটি ইঞ্জিনের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকর্মীদের।

Advertisment

* এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ প্রথমে বাড়িটির চারতলায় আগুন লাগে।
* পর সেই আগুন বাড়ির দোতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
* দমকলের অনুমান, প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল, সেই কারণেই দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে।
* কেমন করে আগুন লাগল, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি।

রবিবার ছুটির দিন থাকায় বাজার এলাকার প্রায় সব দোকানই বন্ধ ছিল। ফলে বড় বিপদ এড়ানো গিয়েছে। আগুনে কেউ ভিতরে আটকে পড়েননি বলেই দমকল সূত্রে জানা গিয়েছে। হতাহতেরও খবর নেই। বাড়িটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে দমকল।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

বাংলার সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে

kolkata fire West Bengal